৪-০ গোলে হারিয়ে বাংলাদেশকে ছিটকে দিয়ে টুর্নামেন্টের ফাইনালে চলে গেল ভারতীয় ফুটবল দল।

সাফ কাপে বাংলাদেশের আজকের ম্যাচ ছিল ভারতের বিরুদ্ধে আর টুর্নামেন্টে লড়াইয়ে টিকে থাকার জন্য তাদের এই ম্যাচটি জিততেই হত। কিন্তু শেষ রক্ষা আর হল না। আজকের ম্যাচে ভারতের বিরুদ্ধে ৪-০ গোলে হারতে হল বাংলাদেশকে। আজকে কল্যাণী স্টেডিয়ামে ভারতের কাছে হেরে এবারের মত বাংলাদেশের সমস্ত আসা শেষ হয়ে গেল।

আজকের ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের প্রত্যেকটি খেলোয়াড়ই খুব ভালো খেলেছে তবে বিশেষ নজর কেড়েছেন ভারতীয় স্ট্রাইকার হিমাংশু জাংরা। এই ম্যাচে হিমাংশু তিনটি গোল দিয়েছেন। হিমাংশু ২৯, ৭৪ এবং ৭৯ মিনিটে মোট তিনটি গোল করেন। আর বাংলাদেশের বিরুদ্ধে শেষ গোলটি করেন শুভ পাল ৮৯ মিনিটে। এইদিন অনেক চেষ্টা করেও ভারতীয় স্ট্রাইকারদের আটকাতে ব্যার্থ হয় বাংলাদেশের রক্ষণ।

এবারের সাফ কাপের আয়োজক দেশ ভারত। মোট পাঁচটি দেশ অংশগ্রহণ করেছিল এবারের সাফ কাপে। আগের বার নেপালে আয়োজিত সাফ কাপ জিতেছিল বাংলাদেশ জুনিয়র ফুটবল দল। আর এবারে সবার আগে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল বাংলাদেশ।

এইদিন প্রথমে জলের জন্য দুই দলেরই অসুবিধা হচ্ছিল, কোনো দলই তাদের স্বাভাবিক খেলাটি খেলতে পারছিল না। পরে অবশ্য বুদ্ধি করে ভারতীয় ফুটবলাররা লম্বা পাস খেলতে শুরু করে এবং তাতেই ২৯ মিনিটে আসে সাফল্য। তারপর আর ভারতীয় দলকে আটকাতে পারে নি বাংলাদেশ। উল্লেখ্য, সাফ কাপের ফাইনালে মুখোমুখি হবে ভারত এবং নেপাল আগামী ৩১ শে আগস্ট।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর