মিজোরামের হাসপাতালে রক্ত সংকটের খবর পেয়ে রক্ত দিয়ে এলেন ভারতীয় ফুটবলার জেজে লালপেখলুয়া।

এই মুহূর্তে করোনা ভাইরসের জন্য দেশজুড়ে লকডাউন চলছে। সেই কারণে দেশজুড়ে বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়েছে আর এই সমস্যা গুলির মধ্যে একটি অন্যতম সমস্যা হল রক্তের সমস্যা। এই মুহূর্তে প্রয়োজন মতো রক্ত পাওয়া যাচ্ছেনা ব্লাড ব্যাংক এবং হাসপাতাল গুলিতে। এমনই রক্তের সংকট দেখা দিয়েছিল মিজোরাম রাজ্যের একটি হাসপাতালে। আর সেই খবর এসে পৌঁছায় ভারতীয় ফুটবলার জেজে লালপেখলুয়ার কানে। সেই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বিন্দুমাত্র দেরি না করে সেই হাসপাতালে পৌঁছে যায় জেজে এবং সঙ্গে সঙ্গে তিনি রক্তদান করেন।

এই ব্যাপারে ভারতীয় ফুটবলার জেজে লালপেখলুয়া জানিয়েছেন এই মুহূর্তে দেশজুড়ে চলছে চরম সংকট। এই সঙ্কটের মধ্যে মিজোরামের একটি হাসপাতালে রক্ত সংকট দেখা দেয়, তারা সাহায্য চাই ইয়ং মিজো অ্যাসোসিয়েশনে। সেই খবর আমার কাছে এসে পৌঁছায় আমি বিন্দুমাত্র দেরি না করে, কোনো কিছুর কথা না ভেবে সঙ্গে সঙ্গে ছুটে যায় সেই হাসপাতালে এবং সেখানে গিয়ে আমার রক্ত দিয়ে রক্তের চাহিদা মেটায়।

1207863674f5de68d0ce396e953c2b5d6eed123540154cbbcab357e4bf0293de76ceedaf1

জেজে জানিয়েছেন এই মুহূর্তে দেশজুড়ে চলছে লকডাউন। সরকারের সাথে আমাদের সকল ভারতবাসী কে এই মারন ভাইরাসের বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করতে হবে তবেই আমরা এই যুদ্ধে জয়ী হবো। সেই সঙ্গে জেজে জানিয়েছেন এই রকম কাজ করতে পেরে আমার খুবই ভালো লাগছে, আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ থাকবো এই রকম কাজের জন্য আমাকে ক্ষমতা দেওয়ার জন্য। তবে এই প্রথম নয় এর আগেও জেজে এই রকম জনসেবামূলক কাজ অনেকবারই করেছেন।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর