পুরো বিশ্বকে অবাক করে সদ্য প্রকাশিত বিশ্ব র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে উঠলেন ভারতীয় গ্র্যান্ডমাস্টার কোনেরু হাম্পি

বাংলাহান্ট ডেস্কঃ দাবা (Chess) খেলায় শীর্ষ তাকিলায় উঠে এল কোনেরু হাম্পি। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নশীপের বিশ্ব র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় অবস্থানে উঠলেন ভারতীয় (India) গ্র্যান্ডমাস্টার (Grandmaster) কোনেরু হাম্পি (Humpy Koneru)। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন জু ওয়েনজুনকে হারিয়ে দ্বিতীয় স্থান দখল করে ভারতীয় গ্র্যান্ডমাস্টার কোনেরু হাম্পি।

download 3 7

ভারতীয় গ্র্যান্ডমাস্টার কোনেরু হাম্পি মার্চ ফিড রেটিং অনুযায়ী চীনের (Chaina) ইফান হউরকে পিছনে ফেলে চেয়ে দ্বিতীয় স্থান দখল করে  নেয়। এরপরই সে হাম্পি বিশ্ব চ্যাম্পিয়নশীপের তালিকায় নিজেকে দ্বিতীয় স্থানে নিয়ে আসেন। কিছুদিন আগে হাম্পি মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত কেয়ার্নস কাপে অংশগ্রহণ করেন। এবং এই প্রতিযোগিতায় মর্যাদাপূর্ণ কেয়ার্নস কাপ জিতে নেন তিনি।

খেলায় ইয়েফান পয়েন্ট ছিল 2658 ইএলও। সেখানে প্রতিপক্ষকে টেক্কা দিয়ে 2586 ইএলও পয়েন্ট জিয়ে নেয় হাম্পি। এই বিশ্ব প্রতিযোগিতায় জি হারিকা দ্রোণভাল্লি তাঁর দক্ষাতায় নবম র‌্যাঙ্ক দখল করে নেন। অপরদিকে তামিলনাড়ুর এক খেলোয়াড় আর বৈশালি নিজের প্রতিভার জোরে জুনিয়র বালিকা বিভাগে দশম থেকে নবম স্থান অর্জন করে নেয়।

বিশ্ব র‌্যাঙ্কিংয়ে দাবা খেলায় প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ 16 তম স্থানে রয়েছেন। অপরদিকে বিদিত সন্তোষ গুজরাটি রয়েছেন বিশ্ব র‌্যাঙ্কিংয়ে 22 তম স্থানে। গুজরাটি এর আগে  26 তম স্থানে ছিলেন। কিন্তু গত মাসে নিজের ক্ষমতাগুণে ২৬ তম স্থান থেকে ২২ তম স্থানে উঠে আসেন। আবার ওপেন র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে রয়েছেন বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসন।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর