করোনা আক্রান্ত দ্রাবিড়ের শারীরিক অবস্থার আপডেট দিল BCCI, জানালো এশিয়া কাপে থাকবেন কিনা

বাংলা হান্ট নিউজ ডেস্ক: জল্পনা শোনা যাচ্ছিল কিন্তু অনেকেই সেটিকে মিথ্যা খবর ভাবছিলেন। বিসিসিআইয়ের তরফ থেকে সাফ জানিয়ে দেওয়া হল এবার যে করোনা আক্রান্ত হয়েছেন ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়। এশিয়া কাপে তার দলের সঙ্গে বসা হবে কিনা সেই নিয়ম বিষয়ে তথ্য দিল বিসিসিআই। দ্রাবিড়কে বিশ্রাম দেওয়ার জন্য তার বদলে ভিভিএস লক্ষ্মণকে জিম্বাবোয়ে সফরে কোচ হিসাবে পাঠানো হয়েছিল। কিন্তু বিশ্রাম এর মধ্যেই করোনা আক্রান্ত হয়ে পড়লেন ভারতের প্রধান কোচ।

আজ ২৩শে আগস্ট মঙ্গলবার ভারতীয় বোর্ডের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়। সেখানে জানানো হয়েছে যে এশিয়া কাপে উড়ে যাওয়ার আগে রোহিত শর্মা সহ বাকি সকল খেলোয়াড় এবং কোচিং স্টাফদের করোনা পরীক্ষা করা হয়েছিল যেখানে রাহুল দ্রাবিড়ের টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। উপসর্গহীন নয় বরং মৃদু উপসর্গও রয়েছে দ্রাবিড়ের শরীরে।

ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে যে রাহুল দ্রাবিড় আপাতত বিসিসিআইয়ের মেডিকেল টিমের তত্ত্বাবধানে রয়েছেন। তারাই ভারতীয় প্রধান কোচের শারীরিক অবস্থার ওপর নজর রাখছেন। এই মুহূর্তে তার করোনার পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসবে তখনই তাকে দলের সঙ্গে যোগ দেওয়ার জন্য সবুজ সিগনাল দেওয়া হবে। দ্রাবিড় ছাড়াই বাকি দল মঙ্গলবার সংযুক্ত আরব আমিরশাহীতে পৌঁছে যাবে।

ভারতীয় স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, রিশভ পন্ত (উইকেট-রক্ষক), দিনেশ কার্তিক (উইকেট কিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবি অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, রবি বিশ্নই, ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিং, আবেশ খান

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর