দেশের সব আইআইটিকে হারিয়ে নতুন রেকর্ড খড়গপুরের, চাকরির ক্ষেত্রে হল ভারত সেরা

বাংলাহান্ট ডেস্ক : নতুন ইতিহাস তৈরি করল খড়গপুর আইআইটি। দেশের সমস্ত আইআইটিকে পিছনে ফেলে ১২ জন পড়ুয়াকে কোটি টাকার চাকরির অফার দেওয়া হল। খড়গপুর আইআইটিতে চলা প্লেসমেন্ট সেশন বা কেরিয়ার ক্যাম্পাসিং এ বিপুল পরিমাণ টাকার চাকরি পেয়ে এক ছাত্র রেকর্ড তৈরি করলেন। কর্তৃপক্ষের তরফ থেকে এখনও ওই ছাত্রের নাম প্রকাশ করা হয়নি।

জানা গিয়েছে খড়গপুর আইআইটির এই ছাত্র বার্ষিক ২ কোটি ৬৮ লক্ষ টাকার বেতনের চাকরি পেয়েছেন একটি ট্রেডিং ফার্মে। অন্যদিকে, বার্ষিক কোটি টাকা বেতনের চাকরি পেয়েছেন আরও ১২ জন পড়ুয়া। খড়গপুর আইআইটি কর্তৃপক্ষ একটি বিজ্ঞাপন জারি করে বলেছে, বার্ষিক এক কোটি টাকা বা তারও বেশি প্যাকেজের চাকরি পেয়েছেন তাদের ১২ জন পড়ুয়া। কলেজ কর্তৃপক্ষ এই ঘটনাকে যুগান্তকারী বলে আখ্যায়িত করেছে।

খড়গপুর আইআইটির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আইআইটির পড়ুয়ারা দ্বিতীয় দিনের মধ্যে এক হাজারেরও বেশি চাকরির প্রস্তাব পেয়েছেন। কর্তৃপক্ষ দাবি করেছে এটি একটি ‘দ্রুততম’ ঘটনা। পাশাপাশি জানানো হয়েছে, বার্ষিক ২ কোটি ৬৮ লাখ টাকার প্যাকেজের চাকরির প্রস্তাব পেয়েছেন এক পড়ুয়া।IIT KGP JOB

সূত্রের খবর, খড়গপুর আইআইটি প্রেসমেন্ট ক্যাম্পাসিংয়ে এই বছর ৪৫টি বৈদেশিক কোম্পানির প্রস্তাব এসেছে। এর মধ্যে জাপান থেকে এসেছে ২৮ টি। তাইওয়ান থেকে ৯ টি, আমেরিকা থেকে ৩ টি, সিঙ্গাপুর থেকে ২ টি চাকরির প্রস্তাব এসেছে। অন্যান্য দেশ থেকে আরও ৩ টি। এর থেকেই পরিষ্কার, আমেরিকার পাশাপাশি এশিয়ার অন্যান্য দেশগুলিও ভারত থেকে ইঞ্জিনিয়ার নিতে আগ্রহী।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর