সাবধান! আরোগ্য সেতু অ্যাপের নামে জালিয়াতি বাড়ছে, সতর্ক করল ভারতের গোয়েন্দারা

বাংলাহান্ট ডেস্কঃ ভারতের সাইবার সুরক্ষা সংস্থা শনিবার জানিয়েছে, আরোগ্য সেতু ( arogya setu) মোবাইল অ্যাপের নামে অনলাইন জালিয়াতির ঘটনা দেশে বেড়েছে। সংস্থাটি বলেছে যে কোভিড -১৯ মহামারী চলাকালীন, ইন্টারনেট ব্যবহারকারীদের কৌতূহলের সুযোগ নিয়ে সাইবার জালিয়াতি করছে একদল অপরাধী। সাইবার অপরাধীরা বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ‘জুম’ এর মতো জনপ্রিয় ভিডিও কনফারেন্স সাইটের সাথে সম্পর্কিত লিঙ্ক তৈরি করে মানুষের সংবেদনশীল তথ্য চুরি করছে।

https://www.instagram.com/tv/B_SHCABp7Xa/?igshid=1owxvxmkif3xx

https://www.instagram.com/p/B-rugHhJGKV/?igshid=bt5e5utqdijo

Arogya setu app এর মাধ্যমে করোনা আক্রান্ত ব্যক্তিদের খুব সহজেই চিহ্নিত করা সম্ভব হবে। করোনার মহামারী এড়াতে এবং সুরক্ষার জন্য আরোগ্য সেতু অ্যাপটি চালু করা হয়েছিল। মাত্র এক সপ্তাহের মধ্যে সরকার প্রকাশিত এই অ্যাপ্লিকেশনটি দুই কোটিরও বেশি মানুষ ডাউনলোড করেছেন। ১৩ দিনে ছাড়িয়েছে ৫০ মিলিয়নের সংখ্যা।

স্মার্টফোনের মাধ্যমে এটি যুক্ত করা থাকবে। স্মার্টফোনের লোকেশন অন করে ব্লুটুথ এবং ডেটা অন করলে এই অ্যাপ কাজ করা শুরু করে দেবে। কোন ব্যক্তি কোথাও কোন করোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে এই অ্যাপ মারফত জানা যাবে। আবার কোন সুস্থ ব্যক্তির ৬ ফুটের মধ্যেও যদি কোন করোনা আক্রান্ত ব্যক্তি আসেন, তাহলেও এই অ্যাপ তাঁর কাজ করা শুরু করে দেবে।

আরোগ্য সেতু ব্যবহারকারী “হাই রিস্ক জোনে” থাকেন তাহলে সেই অ্যাপ পরামর্শ দেবে এখনি করোনা আছে কি না পরীক্ষা করানোর জন্য। পাশাপাশি  করোনা ভাইরাস থেকে দূরে থাকার জন্য কী কী পদ্ধতি অবলম্বন করে চলতে হবে সেই সম্পর্কে তথ্য দেবে এই অ্যাপ।

সম্পর্কিত খবর