ভারতে বদলে যাচ্ছে মোবাইল নম্বরের গঠন, জেনে নিন কি কি বদল হতে চলেছে

বাংলাহান্ট ডেস্কঃ খুব শিগগিরই ভারতে (india) বদল হতে চলেছে মোবাইল নম্বরের (Mobile number) গঠন, জানিয়ে দিল ট্রাই ( TRAI)। ট্রাই জানিয়েছে ভারতের গ্রাহকদের যথেষ্ট মোবাইল নম্বরের জোগান দিতে ও গ্রাহকদের নিরাপত্তা নিশ্চিত করতে মোবাইল নম্বরের গঠনে পরিবর্তন আনতে চলেছে ট্রাই।

ভারতে মোবাইলের বিপুল চাহিদার কথা মাথায় রেখে ভারত সরকার নতুন নম্বর নিয়ে আসতে পারে। জানা যাচ্ছে এই মোবাইল নম্বর গুলিতে ১০ টি সংখ্যার পরিবর্তে ১১ টি সংখ্যা থাকবে।

আগে থেকেই যে মোবাইল নম্বর গুলি ব্যবহার গ্রাহকেরা ব্যবহার করছেন সেগুলির ক্ষেত্রে আগে শূন্য যোগ হতে পারে বলে জানা যাচ্ছে। পাশাপাশি নতুন মোবাইল নম্বর শুরু হতে পারে অন্য কোনো সংখ্যা থেকে। ল্যান্ড ফোন থেকে মোবাইলে ফোন করার ক্ষেত্রে আগে শূন্য বসিয়ে ফোন করার নিয়ম চালু থাকছে।

প্রসঙ্গত, ১৭ বছর পর ন্যাশনাল নাম্বারিং প্ল্যানের সংখ্যা শেষ হতে চলেছে। নতুন নম্বরে ভারতে ১০ বিলিয়ন নতুন নম্বর তৈরি হবে। একই সাথে, যে সমস্ত মোবাইল নম্বর ডঙ্গলে ব্যবহার করা হবে, সেগুলির ডিজিট সংখ্যা ১৩ করা হবে বলে জানা যাচ্ছে।

সম্পর্কিত খবর