একাধিক শূন্যপদে বিপুল নিয়োগ করতে চলেছে ভারতীয় নৌসেনা, করে ফেলুন আবেদন

বাংলা হান্ট ডেস্কঃ সরকারি চাকরির জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন এবং বিশেষত নৌবাহিনীতে কাজ করতে আগ্রহী, তাদের জন্য রয়েছে বড় সুখবর। বিভিন্ন ক্ষেত্রে একাধিক শূন্যপদে শর্ট সার্ভিস কমিশন (এসএসসি) অফিসার নিয়োগ করতে চলেছে ভারতীয় নৌবাহিনী। এক্সিকিউটিভ শাখা, এডুকেশন শাখা, ইলেকট্রিক্যাল এবং ইঞ্জিনিয়ারিং শাখার জন্য ইতিমধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

শূন্য পদের সংখ্যা ও বিবরণঃ

এক্সিকিউটিভ শাখাঃ সাধারণ সেবাঃ জিএস (এক্স) / হাইড্রো ক্যাডার – ৪৫ টি পদ, এয়ার ট্রাফিক কন্ট্রোলার (এটিসি)- ৫ টি পদ,পর্যবেক্ষক – ৮ টি পদ,
পাইলট – ১৫ টি পদ, রসদ – ১৮ টি পদ, এডুকেশন শাখাঃ
শিক্ষা – ১৮ টি পদ, প্রযুক্তিগত শাখাঃ
ইঞ্জিনিয়ারিং শাখা (সাধারণ সেবা) – ২৭ টি পদ
ইলেকট্রিক্যাল শাখাঃ (সাধারণ সেবা) – ৩৪ টি পদ
নৌ স্থপতি (NA) – ১২ টি পদ

শিক্ষাগত যোগ্যতাঃ

শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতা সম্পর্কে বিস্তারিত জানতে ইচ্ছুক চাকরিপ্রার্থীরা যোগাযোগ করতে পারেনঃ joinindiannavy.gov.in ওয়েবসাইটে।

বয়স সীমাঃ

আবেদনকারীদের বয়স ২১ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। বিস্তারিত জানতে দেখুন নৌ-বাহিনী প্রকাশিত বিজ্ঞপ্তি।

কিভাবে করবেন আবেদনঃ

এক্ষেত্রে আবেদন করা যাবে সম্পূর্ণ অনলাইনে ২১ সেপ্টেম্বর থেকে ইচ্ছুক প্রার্থীরা joinindiannavy.gov.in ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারেন।

Indian Navy Ship 1

নির্বাচন পদ্ধতিঃ
প্রাপ্ত আবেদনের ভিত্তিতে প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য শর্টলিস্ট করা হবে। এরপর তাদের এসএসবি ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর