ভারত মহাসাগরে চীন আর পাকিস্তানকে শিক্ষা দিতে ভারত যুক্ত করতে চলেছে ছয়টি পরমাণু শক্তি সম্পন্ন ডুবোজাহাজ

বাংলা হান্ট ডেস্কঃ চীন (China) আর পাকিস্তানের (Pakistan) তরফ থেকে ভারত মহাসাগরে (Indian Ocean) লাগাতার বিপদ বাড়ছে দেখে ভারতীয় নৌসেনা (Indian Navy) নিজেদের সীমা রক্ষা করার প্রস্তুতি নিয়েছে। নৌসেনার শক্তি বৃদ্ধির জন্য ভারত (INDIA) ছয়টি পরমাণু শক্তি চালিত ডুবোজাহাজ নৌসেনায় যুক্ত করার প্রস্তুতি নিচ্ছে। ১.২ লক্ষ কোটি টাকার এই চুক্তির জন্য খুব শীঘ্রই ভারত সরকার মঞ্জুরি দিতে চলেছে।

ইকোনমিক টাইমস এর রিপোর্ট অনুযায়ী, এই পরিকল্পনায় নৌসেনার জন্য ছয়টি পরমাণু শক্তি চালিত ডুবোজাহাজ বানানো হবে। ওই ডুবোজাহাজ গুলোতে পারম্পরিক হাতিয়ার আর টরপিডো থাকবে। যদিও এখনো পর্যন্ত এটা পরিস্কার হয়নি যে, ওই ডুবোজাহাজ গুলো থেকে পরমাণু হাতিয়ার ফায়ার করা যাবে কি না।

সুত্র অনুযায়ী, যদি সবকিছু পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী চলে তাহলে আগামী ১০ বছরের মধ্যেই এই ডুবোজাহাজ গুলো ভারতীয় নৌসেনায় যুক্ত হয়ে যাবে। এই পরিকল্পনার জন্য প্রাথমিক ডিজাইনের সিদ্ধান্ত সফলতাপূর্বক নেওয়া হয়েছে। ডিআরডিও এর সহযোগিতায় নৌসেনা ডিজাইন বিভাগ এবার এই ডুবোজাহাজ গুলোর জটিল আর বিস্তৃত ডিজাইন তৈরি করছে।

২০১৫ সালে বাহ্রতিয় নৌসেনার দীর্ঘদিন ধরে পড়ে থাকা পরিকল্পনা গুলোকে এগিয়ে নিয়ে ছয়টী পরমাণু শক্তি চালিত অ্যাটাক ডুবোজাহাজ (এসএসএন) এর নির্মাণের মঞ্জুরি দেওয়া হয়েছিল। এই সাবমেরিন গুলোকে বিশাখাপত্তনামের শিপ বিল্ডিং সেন্টারে বানানো হবে। যদিও সেখানে আগে থেকেই আরিহান্ট ক্লাসের অন্য একটি ডুবোজাহাজ বানানো হচ্ছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর