সমুদ্র পথে হামলা চালাতে পারে পাকিস্তান, নৌসেনা জানালো ‘ওরা আসুক, আমরা দেখে নেবো”

বাংলা হান্ট ডেস্কঃ জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে দেওয়া এবং জম্মু কাশ্মীরকে কেন্দ্র শাসিত রাজ্যের তকমা দেওয়ার পর থেকে আধ পাগল হয়ে গেছে পাকিস্তান। আর এই পাগলামির জন্য একের পর এক ভুল পদক্ষেপ নিয়ে চলেছে ইমরান খান সরকার। প্রথমে সমঝোতা এক্সপ্রেস বন্ধ এরপর দিল্লী থেকে লাহোরের বাস পরিসেবা বন্ধ করে ইমরান সরকার। এরপরেও থেমে না থেকে ভারতের সাথে সমস্য ব্যাবসা বন্ধ করে দিয়েছে পাক। কিন্তু পাকিস্তানের প্রতিটি পদক্ষেপ নিজের পায়ে নিজে কুড়ুল মারার মতই। ভারতের সাথে ব্যাবসা বন্ধ হওয়ার পর থেকে পাকিস্তানের বাজারে আগুন। এমনিতেই আর্থিক দিক থেকে ধসে গেছে গোটা পাকিস্তান, আর এরপর এমন সিদ্ধান্তের পর পাকিস্তানের জনতাই এবার পাক সরকারের বিরুদ্ধে রাস্তায় নামছে। পাকিস্তানের অলিতে গলিতে এখন ইমরান খান বিরোধী আওয়াজ উঠেছে।

   

পাকিস্তানের এরকম উলটো পাল্টা পদক্ষেপের পর এবার সামুদ্রিক রাস্তা দিয়ে ভারতে হামলার ছক কষছে। পাকিস্তানের জঙ্গি সংগঠন গুলো এই হামলা করার জন্য তাঁদের জঙ্গিদের ট্রেনিং দিচ্ছে। আর এইজন্য ভারতীয় নৌসেনা শনিবার জানিয়ে দেয় যে, তাঁরা সম্পূর্ণ ভাবে তৈরি। ওরা আসুক, আমরা দেখে নেবো। নৌসেনা জানায়, সামুদ্রিক রাস্তা দিয়ে আসা যেকোন বিপদের সন্মুখিন হওয়ার জন্য এবং সে বিপদের সাথে মোকাবিলা করার জন্য তাঁরা প্রস্তুত। নৌসেনার উপ প্রধান মুরলীধর জানান, উপকূলে সুরক্ষা আরও বাড়িয়ে দেওয়া হয়েছে। কেউ যদি সামুদ্রিক রাস্তা দিয়ে ভারতে হামলা করতে আসে, তাহলে তাঁদের দেখা নেওয়া হবে।

শনিবার সুত্র থেকে জানা যায় যে, পাকিস্তানের জঙ্গি সংগঠন গুলো বড়সড় জঙ্গি হামলার জন্য তাঁদের ক্যাডারদের প্রশিক্ষণ দিচ্ছে। এরকম সম্ভাবিত জঙ্গি হামলার জন্য স্থল সেনা, বায়ু সেনা আর নৌসেনাকে সতর্ক থাকার জন্য বলা হয়েছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর