চীনা আগ্রাসনের মুখে ছাই! মরিশাসে সামরিক ঘাঁটি তৈরি করছে ভারত, প্রকাশ্যে স্যাটেলাইট ছবি

বাংলা হান্ট ডেস্ক: মরিশাসের (Mauritius) আগলেগা দ্বীপে সামরিক ঘাঁটি তৈরি করছে ভারত (India)। ইতিমধ্যেই এই সামরিক ঘাঁটি (Military Base) তৈরি করার কাজ প্রায় শেষ হয়ে গিয়েছে। মরিশাসের মূল দ্বীপ থেকে এটি ১১০০ কিলোমিটার দূরে।

ভারত মহাসাগর অঞ্চলে ভারতের শক্তিবৃদ্ধি করাই এই সামরিক ঘাঁটি নির্মাণের মূল উদ্দেশ্য। বিশেষ করে চীনের (China) কার্যকলাপের উপর নজরদারি, প্রয়োজনে পাল্টা দেওয়ার উদ্দেশেই এই সামরিক ঘাঁটি নির্মাণ করা হয়েছে। যদিও এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের তরফে কোনও আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি।

একটি প্রতিবেদনে বলা হয়েছে, আগলেগা দ্বীপে জেটি, রানওয়ে এবং বিমানের হ্যাঙ্গার-সহ প্রয়োজনীয় পরিকাঠামো নির্মাণের কাজ শেষ হয়েছে। দ্বীপের সাম্প্রতিক স্যাটেলাইট ছবিও সেই কথা বলছে। উল্লেখ্য, ভারতের বিদেশ প্রতিমন্ত্রী ভি মুরলিধরন (V. Muraleedharan)পোর্টলুইসে একটি সরকারি সফরে গিয়েছেন। ভারত থেকে মরিশাসে চুক্তিবদ্ধ শ্রমিকদের আগমনের ১৩৯তম বার্ষিকীর স্মরণে অংশ নিতে সেখানে গিয়েছেন তিনি।

সেখানে ভারতের বিদেশ প্রতিমন্ত্রী এবং মরিশাসের আইটি মন্ত্রী যৌথভাবে একটি স্যাটেলাইট বিকাশের জন্য ইসরো এবং মরিশাস রিসার্চ অ্যান্ড ইনোভেশন কাউন্সিলের মধ্যে একটি মউ স্বাক্ষর করেন। এই নিয়ে মুরলিধরন বলেন, ‘আকাশের সীমানা ভেঙে এটি একটি রোমাঞ্চকর মহাকাশ অনুসন্ধান যাত্রার সূচনা। এই সমঝোতা পারস্পারিক সহযোগিতা বৃদ্ধি করবে।’

Mauritius,V. Muraleedharan,China,India,Military Base,মিলিটারি বেস,সামরিক ঘাঁটি,মরিশাস,চীন,ভারত মহাসাগর,Bangla,Bengali,Bengali News,Bangla Khobor,Bengali Khobor,Narendra Modi,Xi Jinping

উল্লেখ্য, মরিশাস ভারত মহাসাগরের একটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থিত। আফ্রিকা মহাদেশের সান্নিধ্যের কারণে ভারত মহাসাগরের বিশাল এলাকা এই দেশের মাধ্যমে পর্যবেক্ষণ করা যায়। এই দেশের রিইউনিয়ন দ্বীপে ফ্রান্সের একটি বড় সামরিক ঘাঁটি রয়েছে। মরিশাসের উত্তর-পূর্বে দিয়েগো গার্সিয়াতে একটি আমেরিকান এবং ব্রিটিশ সামরিক ঘাঁটি রয়েছে। ভারত সরকার ২০১৫ সালে মরিশাসের সঙ্গে একটি মউ (MoU)সাক্ষর করে এই চুক্তির মাধ্যমে। এই দ্বীপে সামুদ্রিক এবং বিমান পরিবহন সুবিধার উন্নয়নে বিশেষ নজর দেওয়া হয়েছে।