কাতারে বিশ্বকাপ কিভাবে নিজেদের মুঠোয় আনতে পারবে স্পেন? উপায় বাতলে দিলেন রবি অশ্বিন

বাংলা হান্ট নিউজ ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হয়েছে আজ ৪ দিন হলো। ভারতীয় দল অবশ্য টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল অবধি পৌঁছাতে পারেনি। সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ১০ উইকেটে লজ্জাজনক ভাবে হেরে ছিটকে গিয়েছিল তারা। সমর্থকরা অত্যন্ত হতাশ হয়েছিলেন। ইতিমধ্যেই ভারতীয় দলের অধিনায়ক এবং বেশ কিছু ক্রিকেটারকে পরিবর্তন করার দাবি উঠতে শুরু হয়ে গিয়েছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে যে সিনিয়র ক্রিকেটাররা খুব একটা ভালো পারফর্ম করতে পারেননি তাদের মধ্যে অন্যতম হলেন রবিচন্দ্রন অশ্বিন। জিম্বাবোয়ে এবং নেদারল্যান্ডস বাদে আর কোনও প্রতিপক্ষের বিরুদ্ধে বিপজ্জনক দেখায়নি এই তারকা অফস্পিনারকে। অনেকেই আশঙ্কা করছেন যে অশ্বিন হয়তো ভারতীয় দলের জার্সিতে নিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচটি খেলে ফেলেছেন।

এইমুহূর্তে ভারতীয় দল টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য নিউজিল্যান্ড উড়ে গিয়েছে। কিন্তু সেই দলের অংশ নন রবি অশ্বিন। বিরাট কোহলি, রোহিত শর্মা রাহুল দ্রাবিড়ের সঙ্গে তিনি ফিরে এসেছেন ভারতে।টি-টোয়েন্টি বিশ্বকাপের হতাশা ঝেড়ে ফেলে আপাতত কাতারে আয়োজিত হওয়া ফুটবল বিশ্বকাপের মজা উপভোগ করতে প্রস্তুত তিনি।

অশ্বিন ফুটবল বিশ্বকাপে ব্রাজিল বা আর্জেন্টিনা সমর্থক নন। তার পছন্দের দল হল ২০১০ সালে বিশ্বকাপ জেতা স্পেন। যদিও ১২ বছর আগের সেই দলের সঙ্গে আজকের স্পেনের দলের কোন মিল নেই। কিন্তু তবু কাতারে যখন লুইস এনরিকের দল পা রাখবে মাঠে তখন ভারতে বসেই তাদের হয়ে গলা ফাটাবেন অশ্বিন।

এত আসন্ন কাতার বিশ্বকাপে স্পেন রয়েছে গ্রুপ অফ ডেথে। এই গ্রুপে রয়েছে জার্মানি, জাপান, কোস্টারিকার মত হেভিওয়েট প্রতিপক্ষরা। এমন শক্ত গ্রুপের বাঁধা টপকে কতদূর এগোতে পারবে স্পেন সেই নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমি জানি না ওরা কেমন খেলবে। শুনেছি দলে নাকি এবার অনেক তরুণ ফুটবলার রয়েছে। স্পেনের তারুণ্য এখন তাদের ফুটবলের একটা মস্ত বড় অস্ত্র। করছি সেই অস্ত্রেই ভর করে অনেকদূর যাবে স্পেন।”

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর