বদলে যাচ্ছে পুরনো LPG সিলিন্ডার, নতুন ধরনের Cylinder পেতে এভাবে করতে হবে আবেদন

বাংলা হান্ট ডেস্কঃ পুরনো ভারী স্টিলের এলপিজি সিলিন্ডারের বদলে এবার বাজারে আসতে চলেছে নতুন ধরনের গ্যাস সিলিন্ডার। ইন্ডিয়ান অয়েল এই নতুন প্রোডাক্ট লঞ্চ করেছে গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে। এর নাম দেওয়া হয়েছে কম্পোজিট সিলিন্ডার। আসুন দেখে নেওয়া যাক নতুন এই সিলিন্ডারটির সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য।

কম্পোজিট সিলিন্ডারের বৈশিষ্ট্যঃ

★ একটি বিশেষ একটি পদ্ধতিতে তৈরি। এর প্রথম ধাপে ব্যবহার করা হয় পলিইথিলিন, দ্বিতীয় ধাপে ব্যবহার করা হয় ফাইবার কোটিং এবং তৃতীয় ধাপে বাইরের স্তরটিও HDPE দিয়ে তৈরি। জর্জেট এর সিলিন্ডারটি একইসঙ্গে নিরাপদ এবং ভীষণ হালকা।

★ এই সিলিন্ডারটি ট্রান্সপারেন্ট হওয়ার কারণে আপনি দেখতে পাবেন ভিতরে কতটা গ্যাস রয়েছে এবং কবে আপনাকে রিফিল করাতে হবে তাও আন্দাজ করতে পারবেন।

কোথায় কোথায় পাওয়া যাচ্ছে এই সিলিন্ডারঃ

দেশের প্রায় ২৮ টি শহর জুড়ে এখন এই সিলেন্ডার পাওয়া যাচ্ছে। শহর গুলি হল, আহমেদাবাদ, আজমির, এলাহাবাদ, বেঙ্গালুরু, ভুবনেশ্বর, চণ্ডীগড়, চেন্নাই, কোয়েম্বাটুর, দার্জিলিং, দিল্লি, ফরিদাবাদ, গুরুগ্রাম, হায়দরাবাদ, জয়পুর, জলন্ধর, জামশেদপুর, লুধিয়ানা, মাইসুর, পাটনা, রায়পুর, রাঁচি, সাংগ্রুর, সুরাত, তিরুচিরাপল্লী, তিরুভাল্লুর, টুমকুর, বারাণসী এবং বিশাখাপত্তনম।

sksaolzpecomalapze 202109695554

পুরনো সিলিন্ডারের বদলেও নিতে পারবেন নতুন সিলিন্ডারঃ

★ আপনার যদি ইন্ডিয়ান গ্যাসের কানেকশন থেকে থাকে, তাহলে পুরোনো এলপিজি সিলিন্ডারের বদলেও আপনি কম্পোজিট সিলেন্ডার নিতে পারেন। এর জন্য আপনাকে গ্যাস বুকিং অফিসের সঙ্গে যোগাযোগ করতে হবে। সাথে সাথেই পুরনো এলপিজি সিলিন্ডারের জন্য দেওয়া টাকা বাদ দিয়েই নতুন গ্যাসের দাম নেওয়া হবে আপনার কাছ থেকে।

★ জানিয়ে রাখি এখন দু’ধরনের সিলিন্ডার বাজারে এনেছে ইন্ডিয়ান অয়েল। একটি ৫ কেজি এবং অন্যটি ১০ কেজি। ১০ কেজির একটি কম্পোজিট সিলিন্ডারের মূল্য ৩৩৫০ টাকা অন্যদিকে ৫ কেজির সিলিন্ডারের মূল্য ২১৫০ টাকা।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর