দেশজুড়ে দেখা মিলছে পুলিশের অন্নদাতা রূপ, অসহায়দের খাদ্যের যোগান দিচ্ছে পুলিশ

রাজ্য তথা দেশ জুড়ে এই মুহুর্তে চলছে লকডাউন। রাজ্যের মানুষ সচেতন না হওয়ায় লকডাউনকে সফল করতে কড়া হতে হয়েছে। কড়া হতে গিয়ে রাজ্যের বহু অঞ্চলেই পুলিশকে হতে হচ্ছে অমানবিক। দরিদ্র অসহায় মানুষের ওপর নির্বিচারে লাঠি চার্জ করে ধিক্কৃত হয়েছে নেটপাড়ায়।

কিন্তু এবার পুলিশের যে ভিডিও টি ভাইরাল হল তা কোনো অত্যাচারের নয়। বরং পুলিশের এই মানবিক মুখ দেখে আপ্লুত অনেকে। পথের ধারে গরীব অসহায় মানুষকে খাবার দিচ্ছে পুলিশ। সাথে জানাচ্ছে, যতদিন বন্ধ থাকবে সেখানের সমস্ত অভুক্ত মানুষকে খাওয়ানোর দ্বায়িত্ব নেবে পুলিশ। পুলিশের দেওয়া ঐ খাবারের প্যাকেটে রুটি ও ডিমের কারি ছিল বলে শোনা যাচ্ছে ভিডিওতে।

শেয়ার হওয়ার সাথে সাথেই ভাইরাল হয়ে যায় এই টুইটটি। এখনো পর্যন্ত ১১ হাজার নেটিজেন এই টুইটটিতে রিটুইট করেছেন। পছন্দ করেছেন ৫৫ হাজার। পুলিশের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনদের অনেকেই। তারা পুলিশকে রক্ষকের ভূমিকাতেই দেখতে চান। কেউ কেউ ঐ গৃহহীন মানুষদের আশ্রয় দিতেও পুলিশকে অনুরোধ করেছে

https://youtu.be/sDfJ7zJIZEk

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান ১৮২ টি দেশে পাঁচ লক্ষেরও বেশি করোনা ভাইরাস সংক্রমণ রেকর্ড করা হয়েছে, যা ২২,৯২০ জন মারা গেছে। ভারতেও ইতিমধ্যে আক্রান্তের সংখ্যা ৭০০ ছাড়িয়েছে। এই ভয়াবহ পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার দেশব্যাপী লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে। দেশের ৩২ টি রাজ্য ও ৭ টি কেন্দ্র শাসিত অঞ্চল ২১ দিন এর জন্য স্তব্ধ করা হয়েছে।

সম্পর্কিত খবর