লকডাউনে কামাল দেখাল ভারতীয় রেল, কয়েক বছর ধরে পড়ে থাকা ২০০ টি প্রোজেক্টের কাজ করল সম্পূর্ণ

বাংলা হান্ট ডেস্কঃ ভারতীয় রেল (Indian Railways) এই লকডাউনে কামাল দেখিয়ে দিলো। করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে জারি করা লকডাউনের কারণে গোটা ভারতই ঘরে বন্দি ছিল। সবরকম কাজ বন্ধ করে দেওয়া হয়েছিল। আর এই লকডাউনে ভারতীয় রেল দীর্ঘদিন ধরে পড়ে থাকা কাজ সম্পূর্ণ করে ফেলল। উল্লেখ্য, লকডাউনের মধ্যে শিল্প, বাজার আর ব্যবসায়িক গতিবিধির মতই ট্রেনের চাকাও থেমে গেছিল। আর এই সময় ভারতীয় রেল দুর্যোগকে অবসরে বদলে দেওয়ার জন্য কোন ত্রুটি রাখেনি। রেলওয়ে এই লকডাউনের সদ্ব্যবহার করে ২০০ এর বেশি আটকে থাকা প্রকল্প সম্পূর্ণ করে ফেলেছে।

লকডাউনের মধ্যে রেলের ট্রেনের সুরক্ষা, গতি আর রেল লাইন গুলোকে ডবল করার কাজ গুলো সম্পূর্ণ করে ফেলেছে। লকডাউনের সময় প্যাসেঞ্জার ট্রেন বন্ধ ছিল। ভারতীয় রেল এই সুযোগের সদ্ব্যবহার করে আর রক্ষণাবেক্ষনের সাথে যুক্ত কাজ গুলো লকডাউনের মধ্যেই সম্পূর্ণ করে ফেলে। রেলওয়ে পুরনো ব্রিজের মেরামতি, ইএলেক্ট্রিক লাইন করা আর ইয়ার্ড গুলোর রি-মডেলিং এর মতো পড়ে থেকে কাজ গুলোকে সম্পূর্ণ করে ফেলে।

ভারতীয় রেলকে অনেকবছর ধরে পড়ে থাকা অনেক প্রোজেক্টের কারণে নানান সমস্যার সন্মুখিন হতে হত। আর এই লকডাউনে ৮২ টি রেলওয়ে ব্রিজের মেরামতি করে ফেলে রেল। আরেকদিকে ৪৮ টি রোড আন্ডার ব্রিজ অথবা সাবওয়ে, ১৬ টি ফুট অভার ব্রিজের নির্মাণ কাজ সম্পূর্ণ করা হয়। এছাড়া পুরনো ১৪ টি ফুট অভার ব্রিজকে সরিয়ে ফেলা হয়। ৭ টি রোড ওভার ব্রিজ আর ৫ টি ইয়ার্ডকে নতুন করে সাজানো হয়। আর রেল লাইন গুলোকে ডবল করা এবং যেখানে বৈদ্যুতিক ট্রেন চলেনা, সেখানে বৈদ্যুতিক লাইনের কাজ সম্পূর্ণ করা হয়েছে। এছাড়াও ২৬ টি অন্যান্য প্রকল্প গুলোকেও সম্পূর্ণ করা হয়েছে।

রেলওয়ে অনেক জায়গায় সিগন্যাল সিস্টেম আপডেট করেছে। শুধু তাই নয়, ভারতীয় রেল আর BHEL এর পাইলট প্রোজেক্টের পরীক্ষণও করা হয়েছে। এই প্রোজেক্ট অনুযায়ী, ট্রেন গুলোকে সৌর শক্তি দিয়ে চালানোর যোজনা আছে। জানিয়ে দিই, করোনার কারণে সমস্ত প্রয়োজনীয় বস্তুর যোগানের জন্য পার্সেল ট্রেন, মালগাড়ী ছাড়াও রেল শ্রমিক ট্রেন চালিয়েছিল।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর