দারুন খবর ভারতীয়দের জন্য ! এবার বাড়িতে চুরি হলে ক্ষতিপূরণ দেবে ভারতীয় রেল

বাংলা হান্ট ডেস্ক : ভারতে এই প্রথম আইআরসিটিসির হাতে তুলে দেওয়া হয়েছে একটি ট্রেন৷ বেসরকারি ভাবে তেজস এক্সপ্রেসের যাত্রা শুরু হয়েছে৷ উন্নত পরিষেবা যুক্ তেজস এক্সপ্রেস মাত্র একমাসের মধ্যেই ভালো সাড়া ফেলেছে৷ তেজস এক্সপ্রেসই প্রথম যে ট্রেন একদিকে যেমন জীবন বিমা দিচ্ছে তেমনই ট্রেন দেরি করে এলে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে৷ ঘন্টা পিছু প্রতিটি যাত্রীকেই ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষনা করা হয়েছে৷ এবার এরই মধ্যে আরও এক নতুন ঘোষনা করল আইআরসিটিসি৷13 29 403360934tejas

এবার ট্রেনে সফররত অবস্থায় কোনো যাত্রীর বাড়িতে চুরি হলে ক্ষতিপূর্ণ দেবে রেল৷ আইআরসিটিসির তেজস এক্সপ্সেসের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর রয়েছে৷ একইসঙ্গে জানা গিয়েছে, কোনো যাত্রীর সফররত অবস্থায় চুরি হলে এক লক্ষ টাকা অবধি ক্ষতিপূরণ দেওয়া হবে৷ আইআরসিটিসির তরফে জানানো হয়েছে, কোনো যাত্রীর সফর কালে যদি তালা বন্ধ বাড়িতে চুরি হয় তাহলে স্থানীয় থানায় অভিযোগ জানালে প্রথমে তদন্ত করা হবে৷

তদন্তে সত্যতা যাচাই করে প্রমানিত হলে একলক্ষ টাকা অবধি ক্ষতিপূরণ দেওয়া হবে৷ আইআরসিটিসির এই সিদ্ধান্ত ঐতিহাসিক বলেই মনে করছে বিশেষজ্ঞরা৷উল্লেখ্য, 4 অক্টোবর থেকে আনুষ্ঠানিক ভাবে দিল্লী-লখনউ রুটে তেজসএক্সপ্রেস চলাচল শুরু হয়েছে৷ আগামী বছর আরও একটি রুটে ট্রেন চালানো হবে৷ মোদী সরকারের দ্বিতীয় জমানায় উল্লেখযোগ্য সিদ্ধান্ত বলা যায়৷

উন্নত পরিষেবা সহ একাধিক আরও অনেক সুবিধা রয়েছে এই তেজস এক্সপ্রেসে৷ একদিকে শীতাতপ নিয়ন্ত্রিত৷ অন্যদিকে ট্রেনে ওঠা থেকে নামা অবধি যাত্রীদের বিভিন্ন যুযোগ সুবিধা দিচ্ছে আইআরসিটিসি৷ মাত্র একমাসে তেজস এক্সপ্রেস থেকে আইআরসিটিসির লাভ হয়েছে 7 লক্ষ টাকা৷ আয়ের পরিমান বেশ ভালো৷ তাই যাত্রা টানতে তেজসে আরও অনেক সংযোজন করার কাজ শুরু করেছে আইআরসিটিসি৷

সম্পর্কিত খবর