জেনারেল টিকিট কেটেই এবার থেকে দূরপাল্লার ট্রেনে ভ্রমণ! বড় সিন্ধান্ত ভারতীয় রেলের

বাংলা হান্ট ডেস্কঃ ভারতীয় রেল (Indian Railways) হল সারা বিশ্বের মধ্যে অন্যতম বৃহৎ একটি যোগাযোগ ব্যবস্থা, যার মাধ্যমে প্রতিদিন কোটি কোটি মানুষ এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াত করেন। স্কুল-কলেজ কিংবা অফিস টাইমে রেলের প্রয়োজনীয়তা সর্বজনবিদিত। এক্ষেত্রে লোকাল ট্রেনের চাহিদার পাশাপাশি কোন জায়গায় বেড়াতে যাওয়ার জন্য দূরপাল্লার ট্রেনের প্রয়োজনীয়তাও অনেকাংশে রয়েছে আর এইবার সেই সকল দূরপাল্লার ট্রেনগুলির টিকিট মাধ্যমে এক বড়সড় পরিবর্তন নিয়ে আনলো ভারতীয় রেল কর্তৃপক্ষ।

এবার থেকে দূরপাল্লার একাধিক ট্রেনে জেনারেল টিকিট কেটে ভ্রমণ করতে পারবে যাত্রীরা। স্বভাবতই, রেলের এই খবরে অত্যন্ত খুশি সকলে। সূত্রের খবর, এই মাস থেকে দূরপাল্লার ট্রেনগুলিতে জেনারেল টিকিট কেটে উঠতে পারবেন সকলে। এতদিন পর্যন্ত এক্ষেত্রে রিজার্ভেশনের পদ্ধতি বলবৎ থাকলেও বর্তমানে জেনারেল টিকিটের পরিকল্পনা উল্লেখযোগ্য ভূমিকা নিতে চলেছে বলে মত সকলের।

রেলের এই সিদ্ধান্ত অনুযায়ী, গোরখপুর-প্রয়াগরাজ এক্সপ্রেস হতেই এই নিয়মটি কার্যকর করা হয়েছে। তবে একই সঙ্গে ইহা সকল ট্রেনের পক্ষে কার্যকর করা সম্ভব হবে না। সেই কারণে রেলের তরফ থেকে বিভিন্ন দিনে বিভিন্ন ট্রেন গুলিতে জেনারেল টিকিট ব্যবস্থাটি কার্যকর করা হবে।

indian railway,rail,train,long distance trains,general ticket,ভারতীয় রেল,Indian Railways

কোন ট্রেনে কবে থেকে এই পদ্ধতি কার্যকর করা হবে, চলুন দেখে নেওয়া যাক।
15004 গোরখপুর-প্রয়াগরাজ 9 ই জুন
15005 গোরখপুর-দেরাদুন 10 ই জুন
15022 গোরখপুর-শালিমার 13 ই জুন
12589 গোরখপুর-সেকেন্দ্রাবাদ 15 ই জুন
12511 গোরখপুর-কোচিভেলি 23 শে জুন
11082 গোরখপুর-এলটিটি 24 শে জুন
11038 গোরখপুর-পুনে 25 জুন

27 শে জুন 12587 গোরখপুর-জম্মুটভি
29 শে জুন 12555 গোরখপুর-হিসার
2 রা জুলাই 11080 গোরখপুর-এলটিটি
2 রা জুলাই 12166 গোরখপুর-এলটিটি
2 রা জুলাই 12591 গোরখপুর-যশবন্তপুর
2 রা জুলাই 15018 গোরখপুর-এলটিটি
2 রা জুলাই 15028-গোরখপুর-হাতিয়া
3 রা জুলাই 11056 গোরখপুর-এলটিটি

12597 গোরখপুর-মুম্বই 5 জুলাই
15023 গোরখপুর-যশবন্তপুর 5 ই জুলাই
15029 গোরখপুর-পুনে 7 ই জুলাই

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর