শিয়ালদহ স্টেশনের পর ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন চত্বরও, জেনে নিন কি কি সুবিধা পাবেন যাত্রীরা

লকডাউন উঠে লোকাল ট্রেন চালু হওয়ার পর শিয়ালদহ (sealdah) স্টেশনের রূপ দেখে তাজ্জব বনে গিয়েছিলেন নিত্যযাত্রীরা। এবার একই ভাবে ভোল বদলাতে চলেছে রাজ্যের আরো এক গুরুত্বপূর্ণ স্টেশন হাওড়ারও (howrah)৷ শিয়ালদহের মতোই হাওড়াতেও বিমানবন্দরের ধাঁচে স্টেশনেও তৈরি হবে ঝা চকচকে লাউঞ্জ। শপিং মল থেকে ওয়েটিং রুমও পাবে বাণিজ্যিক রূপ। যোগ হচ্ছে আরো অনেক সুবিধাও। জেনে নিন এক নজরে

images 2020 12 26T125559.151

পুরো সৌন্দার্যায়ন ও আধুনিককরন করা হচ্ছে যাত্রী সাচ্ছন্দ্যের পাশাপাশি রেলের আয়কে মাথায় রেখে। হাওড়া দেশের গুরুত্বপূর্ণ স্টেশন হলেও হাওড়া যথেষ্ট সুন্দর নয়। এই স্টেশনের সৌন্দর্যায়ন করা হবে বলে জানানো হয়েছে। মূল প্রবেশদ্বারের সাবওয়েটির সংস্কার হবে। তা সাজানো হবে চোখ ধাঁধানো আলো ও বিজ্ঞাপন দিয়ে।

ঢেলে সাজানো হবে স্টেশনের বাইরের অংশও। এই মুহুর্তে হাওড়া থেকে অ্যাপ নির্ভর ক্যাব ধরতে বেশ কিছুটা হাঁটতে হয়৷ সেই সমস্যা সমাধানে স্টেশনের সামনে আলাদা কিউ হবে গাড়ির। ট্যাক্সি নিয়ন্ত্রণে বিমান বন্দরের অনুকরণ করা হবে বলে জানা যাচ্ছে। ট্যাক্সি স্ট্যান্ডে যাত্রীরা যাতে স্বচ্ছন্দ্যে যেতে পারেন তার ব্যাবস্থাও করা হচ্ছে৷ স্ট্যান্ডে বসছে পে এন্ড ইউজ টয়লেট।

বাস বা অন্য কোনো ছোট গাড়িতে যে সব যাত্রীরা স্টেশনে আসবেন তাদের জন্য বসানো হচ্ছে নির্দেশনা সম্বলিত বোর্ডও। স্টেশনের ভিতরে লাউঞ্জ, শপিংমল তৈরি করতে আগ্রহী সংস্থাকে দায়িত্ব দেওয়া হবে। স্থির হয়ে গিয়েছে লাউঞ্জের জায়গাও৷ পুরোনো ফুড প্লাজার পাশের পরিত্যক্ত মিউজিয়ামটিতে লাউঞ্জ করা হবে। এখানে সামান্য খরচেই থাকছে খাবার, স্পা ও শৌচাগারের সুবন্দোবস্ত।

 

সম্পর্কিত খবর