৩০ জুন পর্যন্ত বন্ধ হল সমস্ত যাত্রীবাহী ট্রেন!

বাংলা হান্ট ডেস্কঃ ভারতীয় রেল (Indian Railways) নিয়মিত যাত্রী ট্রেনে ৩০ জুন পর্যন্ত সমস্ত যাত্রার জন্য বুক করা টিকিট রদ করে দিলো। রেলওয়ে জানিয়েছে যে, আপাতত শ্রমিক স্পেশ্যাল ট্রেন আর বিশেষ ট্রেনই চলবে শুধু। ৩০ জুন ২০২০ পর্যন্ত বুক করা সমস্ত টিকিটের টাকা যাত্রীদের ফেরত দেওয়া হয়েছে।

ভারতীয় রেল ২২ মে থেকে মেল, এক্সপ্রেস আর শতাব্দী এক্সপ্রেসের মতো ট্রেন গুলোকে সঞ্চালন করতে পারে। আপনাদের জানিয়ে দিই, লকডাউনের কারণে বিভিন্ন রাজ্যে আটকে পড়া শ্রমিকদের বাড়ি ফেরাতে রেলওয়ে শ্রমিক স্পেশ্যাল ট্রেন চালাচ্ছে। এছাড়া রাজধানী স্পেশ্যাল ট্রেনও চালাচ্ছে রেল।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, শ্রমিক আর রাজধানী স্পেশ্যাল ট্রেনের মতো শতাব্দী স্পেশ্যাল, ইন্টারসিটি স্পেশ্যাল ট্রেন চালানো হতে পারে। এই সুবিধা শুরু হল মধ্যবিত্তদের সমস্যা দূর হবে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই এক্সপ্রেস ট্রেন গুলোতে এসি ফার্স্ট ক্লাসে ওয়েটিং এর জন্য ২০ টি টিকিট থাকবে।

আরেকদিকে, এসি সেকেন্ড ক্লাসে ওয়েটিং এর জন্য ৫০ আর এসি থার্ড ক্লাসে ওয়েটিং এর জন্য ১০০ টি টিকিট রাখা হবে। স্লিপার ক্লাসে ওয়েটিং এর জন্য ২০০ টিকিট থাকবে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর