একগাদা ট্রেনের সময়সূচী বদলে দিল রেল! ঝক্কি এড়াতে বাড়ি থেকে বেরোনোর আগে দেখুন তালিকা

বাংলাহান্ট ডেস্ক : এক দেশের সঙ্গে অন্য দেশের যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম হলো রেলপথ (Indian Railways)। আমাদের দেশের লক্ষ্য লক্ষ্য মানুষ প্রত্যেকদিন ট্রেনে চেপে পৌঁছে যান নিজেদের গন্তব্যে। আসলে ট্রেনে যাতায়াত যেমন আরামদায়ক তেমনি খরচ হয় কম। আর সে কারণেই ক্রমশ বৃদ্ধি পাচ্ছে যাত্রী সংখ্যা।

আমাদের দেশে প্রতিদিন ২৩ মিলিয়ন যাত্রী ট্রেনে যাতায়াত করেন। আসলে ভারতীয় রেল এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এবং বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক। আর সে কারণেই মাঝেমধ্যেই ট্রেন পরিষেবার সংক্রান্ত বহু সিদ্ধান্ত বদল করে থাকে ভারতীয় রেল।

অনেক সময় বদলে যায় ট্রেনের সময়সূচী। এবারেও হলো না তার অন্যথা। ভারতীয় রেলের তরফ থেকে এবার বেশ কিছু ট্রেনের সময়সূচী পরিবর্তন করা হয়েছে। আপনিও যদি সেই সমস্ত ট্রেনে চড়ে কোথাও যেতে চাইছেন তাহলে বাড়ি থেকে বেরোনোর আগেই জেনে নিন তালিকা।

রেল কর্তৃপক্ষ সূত্রে খবর, দিল্লি থেকে কেরলগামী বহু ট্রেনের সময়সূচীতে আনা হয়েছে বদল। চলতি মাসের ১০ তারিখ থেকে এই সময়সূচির পরিবর্তন হবে ভারতীয় রেলের। চলবে আগামী ৩১ শে অক্টোবর ২০২৩ পর্যন্ত। এক নজরে চোখ বুলিয়ে নিন তালিকায়।

ট্রেন নম্বর ১২৬১৭ : এর্নাকুলাম জংশন হযরত নিজাম উদ্দিন দৈনিক মঙ্গলা লাক্ষাদ্বীপ এক্সপ্রেসের সময় পরিবর্তন করা হয়েছে ভারতীয় রেলের তরফে। সময়ের প্রায় ৩ ঘন্টা ১৫ মিনিট আগে প্ল্যাটফর্ম থেকে ছাড়বে এই ট্রেন।

ট্রেন নম্বর ১২৬১৮ : হযরত নিজামউদ্দিন এর্নাকুলাম জংশন মঙ্গলা লাক্ষাদ্বীপ ডেলি এক্সপ্রেস ট্রেনের সময় বদল করা হয়েছে। আগামী ১০ই জুন থেকে এই ট্রেন দশটা ২৫ মিনিটে পৌছাবে এর্নাকুলাম জংশনে।

ট্রেন নম্বর ১২৪৩১ : তিরুবনন্তপুরম সেন্ট্রাল হযরত নিজামউদ্দিন ত্রিসাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস এবার থেকে সময়ের ৪ ঘন্টা ৩৫ মিনিট পিছিয়ে চলবে। যদিও প্রত্যেকদিন পাওয়া যাবে না এই ট্রেন। মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শুক্রবার এই ট্রেন চলবে।

ট্রেন নম্বর ১২৪৩২ : হযরত নিজামউদ্দিন তিরুবনন্তপুরম সেন্ট্রাল রাজধানী এক্সপ্রেস। তালিকায় রয়েছে এই ট্রেনটির নামও। রবিবার, মঙ্গলবার এবং বুধবার ১.৫০ মিনিট নাগাদ তিরুবনন্তপুরম সেন্ট্রালে পৌঁছাবে এই ট্রেন। নয়া সময়সূচী অনুযায়ী ২ ঘণ্টা ১৫ মিনিট দেরিতে চলবে এই ট্রেন।

ট্রেন নম্বর ২২১৪৯ : এর্নাকুলাম জংশন পুনে জংশন পাক্ষিক এক্সপ্রেস এর সময়ও পরিবর্তন করা হয়েছে। নির্দিষ্ট সময় প্রায় ৩ ঘণ্টা আগে স্টেশন থেকে রওনা দেবে এই ট্রেন। প্রত্যেক রবিবার এবং শুক্রবার এই ট্রেন ছাড়বে এর্নাকুলাম জংশন থেকে।

ট্রেন নম্বর ২২৬৫৫ : এর্নাকুলাম জংশন হযরত নিজামউদ্দিন ট্রেনটি নির্দিষ্ট সময়ের প্রায় ৩ ঘন্টা দেরিতে ছাড়বে স্টেশন থেকে।

ট্রেন নম্বর ১২২১৭ : কচুভেলি চন্ডিগড় দি সাপ্তাহিক সুপারফাস্ট এক্সপ্রেস নির্দিষ্ট সময়ের থেকে ৪ ঘণ্টা ২০ মিনিট আগে ছাড়বে স্টেশন থেকে। সোমবার এবং শনিবার কচুভেলি থেকে রওনা দেবে এই ট্রেন।

ট্রেন নম্বর ১২৪৮৩ : কচুভেলি অমৃতসর সাপ্তাহিক সুপারফাস্ট এক্সপ্রেস ছাড়বে ৪ ঘন্টা ২০ মিনিট আগে।

ট্রেন নম্বর ২০৯২৩ :  তিরুনেনভ্যালি জংশন গান্ধীধাম জংশন সাপ্তাহিক হামসাফার সুপারফাস্ট নির্দিষ্ট সময়ের ২ ঘণ্টা ৪৫ মিনিট আগে ছাড়বে স্টেশন থেকে।

Avatar
additiya

সম্পর্কিত খবর