দার্জিলিং মেলের রুট পরিবর্তন করছে রেল? বছরের শুরুতেই যাত্রীদের জন্য সামনে এল বিরাট আপডেট

বাংলাহান্ট ডেস্ক : দার্জিলিং জেলা থেকে কি আবার দার্জিলিং মেল চালু হবে? শুরু হয়ে গেল জোরদার জল্পনা। ভারতীয় রেলের (Indian Railways) ১৪৬ বছরের পুরনো ট্রেনটি শিলিগুড়ি জংশন থেকে চালানোর কথা শোনা গেছে। তাই যদি হয় তাহলে, হলদিবাড়ি, মেখলিগঞ্জ, জলপাইগুড়ি শহর সংলগ্ন এলাকার যাত্রীরা যথেষ্টই বিরক্ত হবেন এবং শুরু হবে বিতর্ক।

ভারতীয় রেলের (Indian Railways) দার্জিলিং মেল নিয়ে নয়া ভাবনা

ভারত স্বাধীন হওয়ার আগে শিলিগুড়ি-জলপাইগুড়ি-হলদিবাড়ি হয়ে নীলফামারী-হিলি-ঈশ্বরদী-রানাঘাট হয়ে শিয়ালদহ অর্থাৎ উত্তরবঙ্গের ভিতর দিয়ে পূর্ববঙ্গ হয়ে কলকাতা  যেত দার্জিলিং মেল (Darjeeling Mail)। স্বাধীনতার পরেও এই রুটেই (Route) দার্জিলিং মেল ট্রেন (Train) যাতায়াত করত।

Indian Railways Darjeeling mail route change

তবে, ১৯৬৫ সাল নাগাদ ফারাক্কা ব্যারেজ তৈরী এবং ১৯৭১ সালে জনসাধারণের জন্য তা খুলে দেওয়া হলে নতুন রুটে চলাচল করতে শুরু করে দার্জিলিং মেল। তবে ২০২২ সাল নাগাদ আবারও হলদিবাড়ি পর্যন্ত সম্প্রসারণ করা হয় স্টেশন। তাতে উপকৃত হয় জলপাইগুড়ি এবং হলদিবাড়ি শহর সংলগ্ন ভারতীয় রেলের (Indian Railways) যাত্রীরা। ইতিপূর্বে হলদিবাড়ি থেকে যে তিস্তা তোর্সা এক্সপ্রেস চলত বর্তমানে তা তুলে নেয়া হয়েছে।

আরোও পড়ুন : নতুন সপ্তাহেই এন্ট্রি নিচ্ছে ‘ভিলেন’ বৃষ্টি! সাতদিনের আবহাওয়ার আগাম খবর

এখন ত্রি সপ্তাহিক ইন্টারসিটি এক্সপ্রেস বা সুপারফাস্ট এক্সপ্রেস সারা সপ্তাহে মাত্র তিন দিন যায় এবং তিন দিন আসে। তাই হলদিবাড়ি সংলগ্ন এলাকার মানুষদের এবং জলপাইগুড়ি শহর সংলগ্ন এলাকার একাংশ যাত্রীদের কলকাতা যাওয়ার জন্য একমাত্র ট্রেন হল এই দার্জিলিং মেল। পুনরায় যদি দার্জিলিং মেল শিলিগুড়িতে নিয়ে যাওয়া হয় তবে বিতর্ক শুরু হবে।

Indian Railways Darjeeling Mail route change

মূলত নিউ জলপাইগুড়ি জংশন থেকে ঠাকুরগঞ্জ বা বাগডোগরা রুটে ডবল লাইন নেই বলেই আপাতত শিলিগুড়ি জংশনে ফিরিয়ে আনা হচ্ছে না দার্জিলিং মেলকে। দার্জিলিং মেলের আবারো শিলিগুড়িতে প্রত্যাবর্তনের জল্পনা শুরু হতে না হতেই দুর্ভোগের আশঙ্কা করছেন যাত্রীরা। তবে বিষয়টি কিংবা করার রটাচ্ছে সেই সম্পর্কে কিছু জানেন না বলে জানিয়েছেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত কুমার রায়।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর