স্লিপারের ভাড়ায় এসি-তে সফর! নতুন ধরনের কোচ আনল ভারতীয় রেল! জানুন কত হবে খরচ

বাংলাহান্ট ডেস্ক: পরিষেবা যাতে আরও উন্নত করা যায়, সেই চেষ্টা প্রতিনিয়ত করে আসছে ভারতীয় রেল (Indian Railways)। ইতিমধ্যেই যাত্রীদের আরও ভাল মানের পরিষেবা দিতে কাজ করা হয়েছে। যেমন ট্রেনের গতিবেগ বাড়ানো, যাতে যাত্রীরা আরও তাড়াতাড়ি নিজেদের গন্তব্যে পৌঁছতে পারেন। পাশাপাশি, বিভিন্ন পরিষেবা চালু করা হয়েছে। 

বহু মানুষেরই সামর্থ থাকে না এসি ৩ টিয়ার কোচে সফর করার। কারণ তার ভাড়া তুলনায় অনেকটাই বেশি হয়। এই সমস্যার সমাধানে রেল এক নতুন ধরনের বাতানুকূল কামরা এনেছে। যেখানে স্লিপার ক্লাসে সফর করা সাধারণ মানুষও অনায়াসে উঠতে পারবেন। কারণ এর ভাড়া স্লিপারের তুলনায় সামান্যই বেশি।

Indian Railways

রেলে তৃতীয় এসি ইকোনমি কামরা আনা হয়েছে। যাতে রয়েছে অত্যাধুনিক সব ফিচার। কিন্তু এর ভাড়া এসি ৩-টিয়ারের থেকে কম। একজন এসি ৩-টিয়ারের যাত্রী যা যা পরিষেবা পেয়ে থাকেন, এসি ৩-ইকোনমির যাত্রীও সেগুলি পাবেন। এর ভাড়াও তাঁদের সাধ্যের মধ্যেই হবে। সকলেই যাতে ভাল মানের পরিষেবা পেতে পারেন, তা সুনিশ্চিত করছে রেল।

নতুন এসি ৩-ইকোনমি যদি পুরোনো এসি ৩-টিয়ারের মতোই হয়, তাহলে তফাৎ কোথায়? এসি ৩-টিয়ারের এক একটি কুপে ৬টি বার্থ এবং ২টি সাইড বার্থ থাকে। মোট ৮টি বার্থ থাকে এক একটি কুপে। কিন্তু এসি ইকোনমিতে মোট ৯টি বার্থ থাকে। অর্থাৎ ৬টি বার্থ এবং ৩টি সাইড বার্থ। একইসঙ্গে এসি ৩-টিয়ারে মোট ৭২টি আসন থাকে। এসি ইকোনমিতে রয়েছে মোট ৮৩টি আসন।

Indian Railways

ভাড়ার দিক থেকেও এসি ইকোনমি অনেকটাই সস্তা। এসি ৩-টিয়ারের থেকে প্রায় ৮ শতাংশ কম ভাড়া এসি ইকোনমি ক্লাসের। এছাড়াও নতুন এই কামরাগুলিতে রয়েছে মডিউলার সিট ও বার্থের নকশা। খাবার খাওয়ার টেবিল, প্রতি বার্থের জন্য পৃথক বাতানুকূল ভেন্ট। কামরার শৌচাগারের দরজাও আগের থেকে চওড়া। একইসঙ্গে দিব্যাঙ্গজনের জন্য কামরার দরজাও অনেকটা চওড়া।

Indian Railways

প্রত্যেকটি বার্থের জন্য পৃথক রিডিং ল্যাম্প এবং ইউএসবি চার্জিং পয়েন্ট রয়েছে। আপার ও মিডল বার্থে বসলে মাথা উপরে ঠেকে যাওয়ার একটি সম্ভাবনা থাকে। সেই জায়গাও কিছুটা বাড়ানো হয়েছে যাতে উপরে মাথা না ঠেকে যায়। প্রতিটি কামরায় যাত্রীদের তথ্যপ্রদান করার যন্ত্র বসানো হয়েছে। অগ্নিনির্বাপক ব্যবস্থাও উন্নত করা হয়েছে। সিসিটিভি ক্যামেরা রয়েছে প্রতিটি কামরায়। এছাড়াও উপর ও মাঝের বার্থে চড়ার সিঁড়ির নকশা উন্নত করা হয়েছে।

আইআরসিটিসি ওয়েবসাইটে তৃতীয় এসি ইকোনমি কামরার টিকিট পাওয়া যায়। সেখানে গিয়ে সহজেই দেখে নিতে পারেন কোন কোন ট্রেনে এই কামরার সুবিধা রয়েছে। এর ভাড়া স্লিপারের থকে একটু বেশি হলেও এসি ৩-টিয়ারের থেকে কম। সে জন্য এ বার সকলেই বাতানুকূল কামরায় ওঠার সুযোগ পেতে পারবেন এবং আরামদায়ক ভাবে নিজের গন্তব্যে পৌঁছতে পারবেন।

Avatar
Subhraroop

সম্পর্কিত খবর