এই মাসেই চতুর্থ বন্দে ভারত পাচ্ছে বাংলা, কোন কোন স্টেশনে দাঁড়াবে? প্রকাশ্যে এল তথ্য

বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় রেল (Indian Railways) ক্রমাগত নিজেদের আরও উন্নতির পথে এগিয়ে নিয়ে চলেছে। প্রতি সময় একাধিক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে রেলের পক্ষ থেকে। পুরনো প্রযুক্তি বদলে রেলকে আধুনিক প্রযুক্তিতে রূপান্তরিত করা হচ্ছে। বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) ভারতীয় রেলের এমনই একটি যুগান্তকারী ফসল।

সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি সেমি হাই স্পিড এই ট্রেন নিঃসন্দেহে বিপ্লব এনেছে ভারতীয় রেলের ইতিহাসে। বন্দে মেট্রো, বন্দে স্লিপার্স, বুলেট ট্রেনের মতো ট্রেনও আগামী দিনে হয়ে উঠতে চলেছে ভারতীয় রেলের অঙ্গ। এই মুহূর্তে ভারতীয় রেলের অত্যাধুনিক বন্দে ভারত এক্সপ্রেস দেশের ২৫টি রুটে যাতায়াত করে। এরমধ্যে তিনটি রুট রয়েছে বাংলায়।

তবে সূত্রের খবর খুব শীঘ্রই বাংলায় আরও একটি বন্দে ভারত এক্সপ্রেস চালু হতে চলেছে। চলতি আগস্ট মাসেই বাংলার চতুর্থ বন্দে ভারত ট্র্যাকে নামতে পারে। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি এবং নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া, হাওড়া থেকে পুরী এবং পুরি থেকে হাওড়া আর নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি এবং গুয়াহাটি থেকে নিউ জলপাইগুড়ি, এই তিনটি রুটে বর্তমানে বাংলার বন্দে ভারত যাতায়াত করে।

আরোও পড়ুন : পর্যটকদের জন্য চরম খারাপ খবর! ১৫ই আগস্টের ছুটিতে দিঘা যাওয়ার প্ল্যান থাকলে হয়ে যান সাবধান

আরোও জানা গিয়েছে, আগস্ট মাসের শেষের দিকে পথচলা শুরু করতে পারে বাংলার চতুর্থ বন্দে ভারত এক্সপ্রেসটি। হাওড়া থেকে বিহারের পাটনা এবং পাটনা থেকে হাওড়া পর্যন্ত নতুন এই বন্দে ভারত যাতায়াত করবে। ইতিমধ্যে দুবার সফলভাবে ট্রায়াল রান সম্পন্ন হয়েছে এই রুটে। গত শনিবার করা শেষ ট্রায়াল রানে ট্রেনটির গড় গতিবেগ ছিল ঘন্টায় ৮০ কিলোমিটার।

vande bharat express

নতুন এই বন্দে ভারতের ভাড়া কত হবে সেই সম্পর্ক অবশ্য এখনও কিছু জানানো হয়নি রেলের পক্ষ থেকে। তবে স্টপেজ সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে রেল বোর্ডের পক্ষ থেকে। হাওড়া ও পাটনার মধ্যে চলা বন্দে ভারত এক্সপ্রেস স্টপেজ দেবে সাহিব, মোকামা, লক্ষ্মীসরাই এবং আসানসলে। এছাড়াও জাসদিহ এবং দুর্গাপুরে স্টপেজ দেওয়া যেতে পারে কিনা সেই নিয়ে চিন্তা ভাবনা করছে রেল বোর্ড।


Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর