এ বার চাইলেই মিলবে লোয়ার বার্থ! টিকিট বুকিং নিয়ে নতুন নিয়ম আনল রেল

বাংলাহান্ট ডেস্ক: ট্রেনে ভ্রমণ করলে অনেক সময়েই আমাদের প্রথম পছন্দ হয় লোয়ার বার্থ অর্থাৎ একেবারে নীচের বার্থ। কিন্তু সব সময় আমাদের পছন্দমতো সিট পাওয়া যায় না। এ বার এই লোয়ার বার্থ সিট পাওয়ার নিয়ম বদলে নিল ভারতীয় রেল (Indian Railways)। নীচের বার্থ বুকিং সংক্রান্ত এই নিয়মগুলি জানা থাকলে আপনি সহজেই বুঝতে পারবেন যে আপনি সেই সিট পাবেন কি পাবেন না। সুতরাং রেলের এই নতুন নিয়ম সম্পর্কে জেনে নিন। 

ভারতীয় রেলের নতুন নিয়ম অনুযায়ী, কিছু বিশেষ মানুষ ছাড়া ট্রেনের লোয়ার বার্থের সিট আর কেউ পাবেন না। এর মধ্যে প্রবীণ মানুষ, একা সফর করা মহিলা অথবা ছোট বাচ্চার সঙ্গে সফর করা মহিলাদেরই অগ্রাধিকার দেওয়া হবে। বাকিরা তার পর অগ্রাধিকার পাবেন। রেলের এই নতুন নিয়মের ফলে ব্যাপক সুবিধা হতে চলেছে প্রবীণ নাগরিক এবং একা সফর করা মহিলাদের। 

 

rail inside

প্রতিবন্ধী যাত্রীরা আগেও লোয়ার বার্থ সিটের বিষয়ে অগ্রাধিকার পেতেন। রেলের নতুন নিয়মের অধীনেও তাঁরা অগ্রাধিকার পাবেন। ভারতীয় রেল জানিয়েছে, নতুন  নিয়ম অনুযায়ী, প্রতিবন্ধী যাত্রী এবং তাঁদের সঙ্গে সফর করা পরিবারের লোকজন নীচের বার্থের সিটের বিষয়ে অগ্রাধিকার পাবেন। এর ফলে তাঁদেরও ব্যাপক সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। কারণ প্রতিবন্ধী মানুষরা যদি উপরের কোনও সিট পান, তাহলে শারীরিক সমস্যার জন্য সেখানে উঠতে সমস্যা হতে পারে। 

সেই জন্যই এই শ্রেণির যাত্রীদের জন্য নতুন এই নিয়ম এনেছে রেল। রেলওয়ে বোর্ড সাফ জানিয়ে দিয়েছে, স্লিপার শ্রেণির বগিতে ২টো থেকে ৪টে নীচের এবং মাঝের সিট সংরক্ষিত থাকবে। একইসঙ্গে এসি থ্রি টিয়ার কোচে ২টি সিট সংরক্ষিত থাকবে। যাতে বয়স্ক মানুষ, একা অথবা সঙ্গে ছোট শিশু নিয়ে সফর করা মহিলা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের কোনও অসুবিধা না হয়। এছাড়া অন্যান্য সাধারণ যাত্রীদের জন্য সহজে লোয়ার বার্থের সিট পাওয়া একটু কষ্টসাধ্য ব্যাপার।

ট্রেনের অধিকাংশ সিট সংরক্ষিত হয়ে যাওয়ার পর যদি কেউ লোয়ার বার্থের সিট চান, তাহলে সব সময় তা সম্ভব নাও হতে পারে। তাই এই অবস্থায় সাধারণ যাত্রীদের অনেক আগে থেকে টিকিট কেটে রাখার কথা জানিয়েছে রেল। কারণ সেই সময়ে অনেক বেশি সংখ্যক সিট খালি থাকার কারণে সহজেই আপনি লোয়ার বার্থের সিট পেয়ে যেতে পারেন। তাহলেই আপনার আর কোনও সমস্যা হবে না।

Avatar
Subhraroop

সম্পর্কিত খবর