যাওয়ার কথা ছিল সমস্তিপুর, কিন্তু পথ হারিয়ে ট্রেন পৌঁছে গেল অন্যত্র! অবাক কান্ড বিহারে

বাংলা হান্ট ডেস্ক: এবার বিহারের (Bihar) বেগুসরাইয়ে চালকের তৎপরতায় বড়সড় ট্রেন দুর্ঘটনা এড়ানো গেল। মূলত, অমরনাথ এক্সপ্রেসের রাস্তা ভুল হওয়ার কারণেই এই বিপত্তি ঘটে। ওই এক্সপ্রেস ট্রেনটি সমস্তিপুরের দিকে যাওয়ার কথা থাকলেও, সেটিকে ভুলবশত হাজিপুরের দিকে ঘুরিয়ে দেওয়া হয়। এমতাবস্থায়, স্টেশন থেকে ২ কিমি এগিয়ে যাওয়ার পরে চালক বুঝতে পারেন যে পথ ভুল হয়েছে। তৎক্ষণাৎ ট্রেন থামিয়ে স্টেশন মাস্টারের সঙ্গে কথা বলার পর এই বড় বিপদ এড়ানো যায়।

জানা গিয়েছে, সোনপুর রেলওয়ে ডিভিশনের বাচওয়ারা জংশনে কর্মরত সহকারী স্টেশন মাস্টারের গাফিলতির কারণেই অমরনাথ এক্সপ্রেস ট্রেনের দিক পরিবর্তন ঘটে। যদিও, কিছু সময়ের পর ট্রেন চালকের তৎপরতার কারণে বড় দুর্ঘটনা এড়ানো যায়। এদিকে, স্বাভাবিকভাবেই এই ঘটনায় বাচওয়ারা জংশনে কর্মরত আধিকারিক ও রেলকর্মীদের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়।

তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার সকালে অমরনাথ এক্সপ্রেস (ট্রেন নম্বর, ১৫৬৫৩) গুয়াহাটি থেকে জম্মু-তাওয়াইয়ের দিকে যাচ্ছিল। এমতাবস্থায়, বারাউনি রেলওয়ে জংশন থেকে এই ট্রেনটি বাচওয়ারা স্টেশন হয়ে সমস্তিপুর রেলওয়ে জংশনের ওপর দিয়ে জম্মু-তাওয়াইয়ের দিকে যাওয়ার কথা থাকলেও বাচওয়ারা জংশনে স্টেশন মাস্টারের গাফিলতির কারণে ট্রেনটি বিদ্যাপতিনগর হাজিপুর লাইনে চলে যায়। এদিকে, আউটার অফ সিগন্যাল পার হওয়ার পরে, রেলের চালক বুঝতে পারেন যে, ভুল পথে এসে পড়েছেন তাঁরা। এরপর চালক ট্রেন থামিয়ে বাচওয়ারার কন্ট্রোল রুমে যোগাযোগ করেন। তারপর জানা যায়, সমস্তিপুর স্টেশনের বদলে হাজিপুর জংশনের দিকে যাচ্ছে ট্রেন।

এদিকে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে তৎক্ষণাৎ স্টেশন মাস্টার তাঁর উর্ধ্বতন আধিকারিকদের সাথে যোগাযোগ করেন এবং তারপর ট্রেনটিকে পুনরায় বাচওয়ারা জংশনে নিয়ে আসা হয়। এমতাবস্থায়, এই ঘটনায় যাত্রীদের মধ্যেও আলোড়ন তৈরি হয়ে যায়। জানা গিয়েছে অমরনাথ এক্সপ্রেস প্রথমে বাচওয়ারা রেলওয়ে জংশনের মধ্য দিয়ে ভোর ৫ টা ১৫ মিনিট নাগাদ বেরিয়ে যায়। তারপর আনুমানিক ৬ টা নাগাদ ট্রেনটিকে বাচওয়ারা জংশনে ফিরিয়ে এনে আবার সমস্তিপুরের দিকে পাঠানো হয়। এদিকে, এই পুরো ঘটনায় প্রায় ৪৫ মিনিট “লেট” হয়ে যায় ট্রেনটি।

bmj1361815

এই প্রসঙ্গে সোনপুর রেলওয়ে বিভাগের সিপিআরও বীরেন্দ্র কুমার জানান, “সহকারী স্টেশন মাস্টার ভুল রুট দিয়েছিলেন। এই কারণে কর্তব্যরত সহকারী স্টেশন মাস্টার কুন্দন কুমার ও সুরজ কুমারের সাময়িক বরখাস্তের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি, সমগ্ৰ বিষয়টি জানাজানি হতেই রেলের আধিকারিকরা বাচওয়ারা জংশনে পৌঁছে তদন্ত শুরু করেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর