সুখবর! বাংলায় খুব শীঘ্রই চলবে বন্দে ভারত এক্সপ্রেস, জানুন কোন রুট দিয়ে ছুটবে এই ট্রেন

বাংলাহান্ট ডেস্ক : অপেক্ষা আর মাত্র কিছুদিন। খুব তাড়াতাড়ি বাংলায় গড়াতে চলেছে বন্দে ভারত এক্সপ্রেসের চাকা। এই বন্দে ভারত এক্সপ্রেস এর মাধ্যমে একই সূত্রে বাঁধা পড়বে সমতল ও ডুয়ার্স। শিলিগুড়িকে যুক্ত করবে কলকাতার সাথে। জানা যাচ্ছে বাংলার প্রথম বন্দে ভারত এক্সপ্রেস চলবে শিয়ালদা-নিউ জলপাইগুড়ি রুটে। বিজেপি সাংসদ রাজু বিস্ত এমনটাই জানিয়েছেন।

সাংসদ রাজু বিস্ত শিলিগুড়ি জংশন রেলস্টেশনে একটি অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বলেন, খুব শীঘ্রই কলকাতা থেকে উত্তরবঙ্গের নিউ জলপাইগুড়ি স্টেশন পর্যন্ত চালু হতে চলেছে বন্দে ভারত এক্সপ্রেসের পরিষেবা। শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত রুটে এই এক্সপ্রেস ট্রেনের যাত্রা শুরু হলে মানুষজন আরও দ্রুত নিজেদের গন্তব্যে পৌঁছাতে পারবেন। এর ফলে সুবিধা হবে সবার। এক নতুন অধ্যায়ের সূচনা হবে এই এলাকার উন্নয়নে। খুলে যাবে এক নতুন দিগন্ত।

উল্লেখ্য, ২০১৯ সালে সেমি হাইস্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস প্রথম শুরু হয় ভারতে। এই ট্রেনটি নির্মাণ হয় চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে। এই ট্রেনে রয়েছে খুবই উন্নতমানের ব্রেকিং সিস্টেম। এই সিস্টেম ট্রেনটিকে গতি বৃদ্ধি করতে সাহায্য করে। অন্যদিকে, গতি কমাতেও সাহায্য করে এই সিস্টেমটি। এছাড়াও এই ট্রেনের সমস্ত কোচে রয়েছে স্বয়ংক্রিয় দরজা, জিপিএস ভিক্তিক অডিও ভিশন তথ্য প্রদানের ব্যবস্থা। এছাড়াও ওয়াইফাইও রয়েছে এই ট্রেনে।

Vande Bharat Express,West Bengal,Train route,SEALDAH TO NEW JALPAIGURI,Indian Railway,Indian Railways,Rail,Bengali,Howrah,Sealdah

অন্যদিকে, যাত্রী স্বাচ্ছন্দের কথা মাথায় রেখে ট্রেনে রয়েছে ঘোরানো চেয়ার। বর্তমানে সারা ভারতে পাঁচটি বিভিন্ন রুটে এই ট্রেন চলাচল করে। সম্প্রতি মাইসুর- চেন্নাই রুটে এই ট্রেনের পরিষেবা শুরু হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে বেঙ্গালুরুতে এই ট্রেনের সূচনা করেছিলেন। দক্ষিণ ভারতের এটাই প্রথম বন্দে ভারত এক্সপ্রেস।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর