বিশ্ব টেস্ট ফাইনালের দল সাজালো ভারত, সুযোগ পেলেন এক বঙ্গসন্তান

বাংলা হান্ট ডেস্কঃ আগামী 18 ই জুন ইংল্যান্ডে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত এবং নিউজিল্যান্ড। এই ম্যাচের জন্য 15 সদস্যের দল ঘোষণা করে দিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। নিউজিল্যান্ডে গিয়ে নিজেদের মধ্যে দল করে বেশ কয়েকটি প্র্যাকটিস ম্যাচ খেলেছে ভারত। সেই প্র্যাকটিস ম্যাচের পারফরমেন্সের উপর ভিত্তি করেই এই দল তৈরি করা হয়েছে বলে জানা গিয়েছে।

15 সদস্যের দলে ঋষভ পন্থের সঙ্গে জায়গা করে নিয়েছেন বঙ্গ সন্তান ঋদ্ধিমান সাহাও। অনুশীলন ম্যাচে 121 রানের দুর্দান্ত ইনিংস খেলেন ঋষভ পন্থ, সেই সঙ্গে 58 রানের অপরাজিত ইনিংস খেলে নিজের অস্তিত্বের জানান দেয় ঋদ্ধিও। আর সেই কারণে দুজনকেই দলে দেওয়া নেওয়া হয়েছে।

এই দলে ইংল্যান্ডের আবহাওয়ার উপর চিন্তাভাবনা করে পাঁচজন জোরে বোলার রাখা হয়েছে। ইংল্যান্ডে খুব বেশি খেলার অভিজ্ঞতা না থাকার সত্ত্বেও ওপেনার হিসেবে রোহিত শর্মা এবং শুভমান গিলই প্ৰথম পছন্দ।

এক নজরে দেখে নেওয়া যাক 15 সদস্যের ভারতীয় দল:-
রোহিত শর্মা, শুভমান গিল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, ঋষভ পন্থ, ঋদ্ধিমান সাহা, হনুমা বিহারী, রবীন্দ্র জাদেজা, রবীচন্দ্রন অশ্বিন, উমেশ যাদব, ইশান্ত শর্মা, জাসপ্রিত বুমরাহ, মহম্মদ সামি, মহম্মদ সিরাজ।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর