হু হু করে বাড়ছে করোনা, ভারতীয় দলের বিদেশ সফর বাতিল হওয়ার মুখে

বাংলা হান্ট ডেস্কঃ আগামী মাসের শুরুতেই ইংল্যান্ড সফরে উড়ে যাবে ভারতীয় দল। ইংল্যান্ডে গিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ এবং ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। তারপরই জুলাই মাসে শ্রীলঙ্কা সফরে উড়ে যাবে টিম ইন্ডিয়া। শ্রীলঙ্কা সফরে গিয়ে তিন ম্যাচের ওয়ানডে এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ রয়েছে ভারতের। তবে এই মুহূর্তে করোনা পরিস্থিতি যেভাবে বাড়ছে সেই কথা মাথায় রেখে ভারতের শ্রীলঙ্কা সফর স্থগিত হয়ে যেতে পারে।

ভারতের পাশাপাশি এই মুহূর্তে শ্রীলঙ্কাতেও বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। মঙ্গলবার কলম্বোতে 2568 জন করোনায় আক্রান্ত হয়েছে, যা চিন্তায় রেখেছে সৌরভ গাঙ্গুলীর বোর্ডকে। আর তাই ভারতের শ্রীলঙ্কা সফর নিয়ে জল্পনা শুরু হয়েছে।

কয়েকদিন আগেই বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি ঘোষণা করেছিলেন, জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে যাবে ভারতীয় দল। সেখানে তিন ম্যাচের ওয়ানডে এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। করোনার কথা মাথায় রেখে প্রত্যেকটি ম্যাচই হবে শ্রীলঙ্কার প্রেমদাসা স্টেডিয়ামে। শ্রীলংকা ক্রিকেট বোর্ডের কর্তা অর্জুন ডি সিলভা সৌরভ গাঙ্গুলীর সাথে একমত হয়ে জানিয়ে ছিলেন প্রত্যেকটি ম্যাচ একই স্টেডিয়ামে করার কথা আমরা ভাবছি।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর