বিশ্বের সবচেয়ে নিরাপদ শহরের তালিকায় নাম লেখাল ভারতের দুই শহর

বাংলা হান্ট ডেস্কঃ বিশ্বের সব থেকে নিরাপদ শহর খুঁজে বের করতে এই মর্মে একটি সমীক্ষা চালাচ্ছিল ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট নামক একটি সমীক্ষক সংস্থা। সারা বিশ্বজুড়ে নানা দেশে যখন অশান্তির বাতাবরণ, তখন এই সমীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ তা বলাই বাহুল্য। তবে ভারতের জন্য সুখবর রয়েছে, কারণ এই তালিকায় সুযোগ পেয়েছে ভারতের দুটি গুরুত্বপূর্ণ শহর। সারা বিশ্বজুড়ে ৬০টি নিরাপদ শহর বেছে নিয়েছে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট।

তবে শুধু ভারত নয় দক্ষিণ এশিয়ার ক্ষেত্রে জায়গা পেয়েছে পাকিস্তানের করাচি এবং বাংলাদেশের ঢাকাও। গত বছর এই তালিকার প্রথম স্থানে ছিল টরেন্টো এবং দ্বিতীয় স্থানে ছিল সিঙ্গাপুর। এবার সিঙ্গাপুর নেমে এসেছে তৃতীয় স্থানে এবং টরন্টোকে পেরিয়ে বিশ্বের সবচেয়ে নিরাপদ শহরের খেতাব দখল করেছে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন। প্রায় ৭৬টি মানক ব্যবহার করা হয়েছে এই নির্ণয়ের ক্ষেত্রে, যেমন স্বাস্থ্য, ব্যক্তিগত নিরাপত্তা, পরিবেশ দূষণ, ইনফ্রাস্ট্রাকচার প্রভৃতি। আরে ৭৬ টি মানক অনুযায়ী সব থেকে বেশি স্কোর পেয়েছে কোপেনহেগেন। দ্বিতীয় স্থানে রয়েছে কানাডার টরেন্টো।

ভারত রয়েছে শীর্ষ পঞ্চাশের তালিকায়, দিল্লি রয়েছে ৪৮ তম স্থানে এবং ৫০ তম স্থানে রয়েছে মুম্বাই। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের ফলাফল অনুযায়ী দিল্লী পেয়েছে একশোর মধ্যে পেয়েছে ৫৪.৪ এবং মুম্বই পেয়েছে একশোতে ৪৮.২ পয়েন্ট। এছাড়া তালিকার প্রথম দশে থাকা শহরগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো কোপেনহোগেন, টরেন্টো, সিডনি, সিঙ্গাপুর, টোকিও, ওয়েলিংটন, হংকং, মেলবোর্ন, স্টকহোম।

delhi air pollution 1572689880 725x725

ভারতের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সাফল্য তা বলাই বাহুল্য। জানিয়ে রাখি, ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের তালিকা অনুযায়ী একশোর মধ্যে কোপেনহেগেন সংগ্রহ করেছে ৮২.৪ নম্বর। দ্বিতীয় স্থানে থাকা টরেন্টো পেয়েছে ৮২.২ এবং তৃতীয় স্থানে থাকা সিঙ্গাপুর পেয়েছে ৮০.৭ পয়েন্ট।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর