স্বর্ণপদকের যাত্রা থামল মহিলা হকি টিমের, তবে লড়াই জারি থাকবে ব্রোঞ্জ জয়ের জন্য

বাংলা হান্ট ডেস্কঃ এই অলিম্পিকে বলতে গেলে স্বপ্নের দৌড় চলছিল রানীদের। প্রথমে বেশ কিছু পরাজয়ের মুখ দেখলেও পরের পর্যায়ে রীতিমতো ঘুরে দাঁড়ায় ভারতীয় মহিলা হকি দল। কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়াকে দুর্দান্ত চমক দিয়ে জয় ছিনিয়ে নিয়েছিলেন সবিতা পুনিয়া, গুরজিত কৌররা।

আজও শুরুটা হয়েছিল স্বপ্নের মতোই। প্রথম দুই মিনিটের মাথাতেই গুরজিতের দুরন্ত গোলে এগিয়ে যায় ভারত। প্রথম কোয়ার্টার শেষেও ১-০ গোলেই এগিয়ে ছিল তারা। সমস্যা শুরু হয় দ্বিতীয় এবং তৃতীয় কোয়ার্টারে, ক্রমশ মাঝমাঠের রাশ হারাতে থাকেন রানী রামপাল, মনিকা, নেহারা। খেলার ১৭ মিনিটের মাথায় অধিনায়ক মারিয়া নোয়েলের গোলে সমতা ফেরায় আর্জেন্টিনা। তৃতীয় কোয়ার্টারে ৩৬ মিনিটের মাথায় আবারও গোল করেন মারিয়া। যার জেরে ফলাফল গিয়ে দাঁড়ায় ২-১।

চতুর্থ কোয়াটারে অবশ্য লাগাতার চেষ্টা করেছিল ভারতীয় মহিলা হকি দল। কিন্তু ম্যাচে সমতা ফেরাতে সক্ষম হননি রানীরা। যার জেরে শেষ পর্যন্ত বেশ কিছুটা হতাশা নিয়েই মাঠ ছাড়তে হল তাদের। যদিও চতুর্থ কোয়ার্টারে যে লড়াই দেখিয়েছেন তারা তা আগামী দিনে নিশ্চয়ই মনোবল বাড়াবে গোটা দলের। ফাইনালে যাওয়ার স্বপ্ন পূরণ না হলেও এখনও মহিলা হকি দলের সামনে রয়েছে ব্রোঞ্জ পদকের হাতছানি।

licensed image 6

আগামী দিনে তাদের খেলতে হবে গ্রেট ব্রিটেনের সঙ্গে। আজ অন্য সেমিফাইনালে নেদারল্যান্ডসের কাছে ৫-১ গোলে পরাজিত হয়েছে তারা। অন্যদিকে পুল ম্যাচে এই ব্রিটেনের কাছেই ৪-১ গোলে হেরে গিয়েছিল ভারত। তাই লড়াইটা যে কঠিন হবে রানীদের কাছে এ নিয়ে কোন সন্দেহ নেই।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর