বিরাট খবর! পুরুষদের পিছনে ফেলে কমনওয়েলথ গেমস-এ জায়গা করে নিল ভারতীয় মহিলা ক্রিকেট দল

বাংলা হান্ট ডেস্কঃ 2022 সালে বার্মিংহামে বসতে চলেছে কমনওয়েলথ গেমস। আর এই কমনওয়েলথ গেমস মহিলা টিটোয়েন্টি ক্রিকেটে জায়গা করে নিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। এই কমনওয়েলথ মহিলা টি-টোয়েন্টি ক্রিকেটে ভারত ছাড়াও জায়গা করে নিয়েছে আরও 6 টি দেশ।

সোমবার বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসির তরফ থেকে একটি বিবৃতি প্রকাশ করে জানিয়ে দেওয়া হয়েছে, 1 ই এপ্রিল পর্যন্ত যে দল গুলি পয়েন্ট তালিকায় সর্বোচ্চ জায়গায় থাকবে তারাই কমনওয়েলথ মহিলা টি-টোয়েন্টি ক্রিকেটে খেলার সুযোগ পাবে।

ভারত ছাড়াও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে আয়োজক দেশ ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ থেকে একটি দেশ। যদিও ওয়েস্ট ইন্ডিজ থেকে কোন দিয়ে সেখানে অংশগ্রহণ করবে সেটা ঠিক হয়ে যাবে 2022 সালে একটি যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ হবে। সেই ম্যাচে যে বিজয়ী হবে সেই দেশই খেলবে কমনওয়েলথ গেমস।

এই খবর শোনার পর থেকে খুশির মহল ভারতীয় ক্রিকেট মহলে। ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর জানিয়েছেন, “কমনওয়েলথ গেমসের মত মঞ্চে খেলার সুযোগ পাওয়াটা বিশাল ব্যাপার। গত বছর টিটোয়েন্টি বিশ্বকাপে আমরা ফাইনালে উঠেছিলাম। সেই অভিজ্ঞতা থেকে বলতে পারি এবারও ভালো ফলাফল করবে দল। ভালো কিছু নিয়েই আমরা দেশে ফিরবো।”

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর