দুরন্ত ব্যাটিং স্মৃতি মান্ধানার, পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে অস্ট্রেলিয়ার কাছে হারের ধাক্কা কাটালো ভারত

বাংলা হান্ট নিউজ ডেস্ক: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারের ধাক্কা কাটিয়ে কমনওয়েলথ গেমসে ঘুরে দাঁড়াল ভারত। এজবাস্টনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে অত্যন্ত সুবিধাজনক জায়গা থেকে হেরে গিয়েছিল ভারত। আজ দ্বিতীয় ম্যাচে এজবাস্টনে ভারতের প্রতিপক্ষ ছিল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। কিন্তু এদিন শুরু থেকেই পাকিস্তানকে একবারের জন্যও ম্যাচে দাঁড়াতে দেয়নি হরমনপ্রীতরা। ফলস্বরূপ ৮ উইকেটে জয় পায় ভারতীয় দল।

যদিও আজকের ম্যাচে টসে জিতে ছিল পাকিস্তান। পাকিস্তান অধিনায়ক মুনিব সিদ্দিকী টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। যদি অবশ্যই সিদ্ধান্ত একেবারে সঠিক বলে প্রমাণিত হয়নি। পাকিস্তানের অধিনায়ক নিচে ৩২ রান করেন যা পাকিস্তান দলের সর্বোচ্চ ব্যক্তিগত রান। ১০ ওভারে ১৭ রান তুলে ৩ উইকেট হারাল পাকিস্তান ১৮ ওভারের মধ্যে ৯৯ রানে অলআউট হয়ে যায়। আজ রাজেশ্বরী গায়কোয়াড় এর জায়গায় দলে আসা স্নেহ রানা এবং রাধা যাদব দুটি করে উইকেট নেন।

এরপর ব্যাট করতে নেমে দুরন্ত শুরু করেন শেফালী ভার্মা এবং স্মৃতি মান্ধানা। পাওয়ার প্লে-তে ৬১ রানের দুরন্ত পার্টনারশিপ গড়ার পর শেফালী ভার্মা আউট হন। কিন্তু শেফালী ভার্মা এবং মেঘনাকে খোয়াতে হলেও নিজের জায়গায় দৃঢ় ছিলেন অপর ওপেনার স্মৃতি মান্ধানা। তারকা এই বাঁহাতি ওপেনার দুর্দান্ত ব্যাটিং করে ৪২ ফলের ৬৩ রানের অসাধারণ ইনিংস খেলে ভারতকে জয় এনে দেন।

এই জয়ের পর ভারতীয় মহিলা দল কমনওয়েলথ গেমসের নিজের গ্রূপের ক্রিকেট দলগুলির মধ্যে আপাতত শীর্ষস্থানে রয়েছে। পাকিস্তান, বার্বাডোজ এবং ভারতের কাছে হেরে একদম তলানিতে রয়েছে গ্রূপ এ-এর। তবে আজকে রাতে ভারতীয় সময় সাড়ে দশটায় যখন অস্ট্রেলিয়া মহিলা দল, বার্বাডোজ মহিলা দলের মুখোমুখি হবে তখন যে দল জিতবে তারা আবার ভারতকে টপকে শীর্ষস্থান দখল করে নেবেন।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর