ব্যর্থ স্মৃতি, রিচা, রেণুকার চেষ্টা! চলতি মহিলা T20 বিশ্বকাপে প্রথম হারের মুখ দেখলো ভারত

বাংলা হান্ট নিউজ ডেস্ক: মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে (Women’s T20 World Cup) প্রথম হারের সম্মুখীন হল ভারতীয় দল (Indian Women’s Team)। আজ গ্রুপের শীর্ষে থাকা ইংল্যান্ড দলের মুখোমুখি হয়েছিলেন হরমনপ্রীতরা। ভারতের মতই নিজেদের প্রথম দুটি ম্যাচে জয় পেয়েছিল হিথার নাইটের দল। তবে ভারতের চেয়ে অনেক বড় ব্যবধানে ম্যাচ জেতায় তারা রান রেটে এগিয়ে থেকে গ্রুপের শীর্ষে ছিল। আজ ম্যাচ জেতার পর শুধুমাত্র পয়েন্টের ভিত্তিতেই গ্রূপের শীর্ষস্থানে নিজেদের অবস্থান মজবুত করলো তারা।

আজ টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে রেণুকা ঠাকুরের মিডিয়াম পেজ বোলিংয়ের সামনে কেঁপে যায় ইংল্যান্ড। মাত্র তিন ওভারের মধ্যে ২ উইকেট হারিয়ে রীতিমতো বেকায়দায় পড়ে গিয়েছিলেন তারা। কিন্তু এরপরে ইংল্যান্ডের হাল ধরেন নাতালিয়া স্ক্যাভিয়ার। তাকে প্রথমে অধিনায়ক নাইট (২৮) এবং পরে উইকেটরক্ষক অ্যামি জোন্স (৪০) যোগ্য সহায়তা করেন।

৪২ বলে ৫০ রানের ইনিংস খেলে দীপ্তির শিকার হন নাতালিয়া। জোন্সের দাপটে ৩০ রান তুলে ইংল্যান্ড। ওখানেই অনেকটা বড় ভুল করে বসে ভারতীয় দল। রেণুকা ঠাকুর ৪ ওভার বোলিং করে মাত্র ১৫ রান দিয়ে ৫ উইকেট নিলেও তা ম্যাচের শেষে ব্যর্থ হয়ে যায়। দীপ্তি শর্মা আজকে একটি উইকেট পেলেও তিনি অনেক রান বিলিয়েছেন। শেষের দিকে ব্যাটিংয়ের সময়ও তার ভুলের কারণে ভারতকে আজ হারতে হয়েছে।

india women's team lost

যদিও আজ ব্যাট হাতে স্মৃতি মান্ধানা এবং দুরন্ত ফর্মে থাকার রিচা ঘোষ ছাড়া প্রত্যেকেই ব্যর্থ। শেফালী, জেমিমা ও হরমনপ্রীত কেউই আজ ইংল্যান্ডের বোলিং সামলাতে পারেননি। রিচার্জ যখন মাঠে আসেন তখন প্রায় ১০ ওভারে ৯০ রান তুলতে হতো ভারতকে। স্মৃতি মান্ধানার সঙ্গে জুটি বেঁধে রিচা চেষ্টা করেছিলেন।

কিন্তু স্মৃতি ৫২ রান করে আউট হওয়ার পর আর কোনও সঙ্গীর কাছ থেকে সহায়তা পাননি রিচা। দুই ওভারে যখন জয়ের জন্য ৩৪ রান বাকি তখন ট্রাইক রোটেট করতে পারলেন না দীপ্তি এবং তিনি আউট হওয়ার পর মাঠে নামা পূজা ভাস্ত্রেকর। শেষ ওভারে জয়ের জন্য বাকি ছিল ৩০ রান। মরিয়া চেষ্টা করেও ১৯ রানের বেশি তুলতে পারেননি রিচা। বঙ্গকন্যা অপরাজিত থেকে যান ৩৪ বলে ৪৭ রান করে। ১১ রানের ব্যবধানে ম্যাচ হারে ভারত।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর