ঋষভ পন্থের বিধ্বংসী সেঞ্চুরির উপর ভর করে ৮৯ রানের লিড ভারতের, হাতে এখনও তিন উইকেট

বাংলা হান্ট ডেস্কঃ গুজরাটের আমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে গতকাল থেকে শুরু হয়েছে ভারত বনাম ইংল্যান্ডের চতুর্থ তথা শেষ টেস্ট ম্যাচ। আজ এই ম্যাচের দ্বিতীয় দিন। দ্বিতীয় দিনের খেলা শেষে বেশ ভালো জায়গায় রয়েছে টিম ইন্ডিয়া। এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড অধিনায়ক জো রুট।

প্রথমে ব্যাটিং করে মাত্র 205 রানে শেষ হয়ে যায় ইংল্যান্ডের প্রথম ইনিংস। ফের একবার ভারতীয় স্পিনের ছোবলে কুপোকাত ইংরেজ ব্যাটিং লাইনআপ। ভারতীয় স্পিনার অক্ষর প্যাটেল চার উইকেট নিয়ে ইংল্যান্ড ব্যাটিংয়ের কোমর শুরুতেই ভেঙ্গে দেন। তারপর আর উঠে দাঁড়ানো সম্ভব হয়নি ইংলিশ ব্যাটসম্যানদের। মাত্র 205 রানেই শেষ হয়ে যায় ইংল্যান্ডের প্রথম ইনিংস।

https://twitter.com/BCCI/status/1367802847769726980?s=20

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার শুভমান গিলকে হারিয়ে কিছুটা চাপে পড়ে গেলেও সেই চাপ সামলে দেন আরেক ওপেনার রোহিত শর্মা। এই দিন ফের একবার শূন্য রানে আউট হয়ে প্যাবিলিয়নের ফিরে যেতে হয় ভারত অধিনায়ক বিরাট কোহলিকে। এই দিন ফের একবার বিধ্বংসী ইনিংস খেলে সেঞ্চুরি করেন উইকেট রক্ষক ঋষভ পন্থ। ঋষভ পন্থের দুর্দান্ত ব্যাটিং এবং শেষের দিকে ওয়াশিংটন সুন্দরের অপরাজিত 60 রানের ওপর ভর করে দ্বিতীয় দিনের শেষে 7 উইকেট হারিয়ে 294 রান করে ভারত। অর্থাৎ দ্বিতীয় দিনেই ভারত 89 রানের লিড নিয়ে ফেলেছে।

এক নজরে দেখে নেওয়া যাক ভারতের স্কোর বোর্ড:- শুভমান গিল 00, রোহিত শর্মা 49, চেতেশ্বর পূজারা 17, বিরাট কোহলি 00, আজিঙ্কা রাহানে 27, ঋষভ পন্থ 101, রবীচন্দ্রন অশ্বিন 13, ওয়াশিংটন সুন্দর 60 (নট আউট), অক্ষর প্যাটেল 11 (নট আউট)।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর