ভারতের হাওয়া মারাত্মক খারাপ! US প্রেসিডেন্সিয়াল ডিবেটে বললেন ট্রাম্প

Bangla Hunt Desk: আন্তর্জাতিক মহলে আমেরিকা এবং ভারতের (India) বন্ধুত্ব প্রশংসার নজির রেখেছে। সর্বোপরি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald trump) এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বন্ধুত্ব শত্রুর মুখে ছাই দেওয়ার মত। ট্রাম্পের ভারত সফরে ধুমধাম করে তাঁকে স্বাগতও জানানো হয়েছে, করা হয়েছে ভূয়সী প্রশংসাও। কিন্তু নিজের দেশে দাঁড়িয়ে ভারতের নামে নিন্দে মন্দ করতে একবার ভাবলেন না মার্কিন রাষ্ট্রপতি।

আগামী নভেম্বরেই আমেরিকায় রাষ্ট্রপতি নির্বাচন। শেষ সময়ের প্রচার চলছে জোরকদমে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের প্রতিপক্ষ হিসাবে দাঁড়িয়েছেন আরও এক শক্তিশালী নেতা জো বিডেন। দুজনেই সমান প্রতিপক্ষ।

Debate 1

ট্রাম্প vs জো বিডেন
নির্বাচনী প্রচারে গিয়ে একে অন্যের খুঁত বের করতে বিন্দুমাত্র মাটি ছাড়ছেন না। পূর্বেও আমরা দেখেছি নির্বাচনী প্রচারে গিয়ে রাষ্ট্রপতির পদপ্রার্থী জো বিডেন কিভাবে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে কটাক্ষ করে নাগরিকদের সামনে মিথ্যেবাদি বলে, এমনকি তাঁকে থামতে বলেও অপমান করেছেন।

ভারত একটি নোংরা দেশ
এবার দেখা গেল উল্টো আক্রমণ। সম্প্রতি এই নির্বাচনী প্রচারে গিয়ে জো বিডেনকে আক্রমণ করতে গিয়ে বন্ধু দেশ ভারতের নামে সর্বসমক্ষে নিন্দে করতেও দুবার ভাবলেন না রাষ্ট্রপতি ট্রাম্প। পরিবেশ দূষণ প্রসঙ্গে তিনি বললেন, ‘চীনের অবস্থা দেখেছেন, কি নোংরা একটি দেশ। আবার অন্যদিকে ভারত, রাশিয়া এদের বাতাস মারাত্মক দূষিত। অসম্বভ নোংরা দেশ এরা’।

view what narendra modi should not do if he gets a second term 1

ট্রাম্পের ব্যাখ্যা
ট্রাম্পের বক্তব্য ছিল, ভারত এবং চীন এই দেশগুলোর থেকে বেশি মাত্রায় বাতাস দূষিত হচ্ছে। সেখানে প্রচুর পরিমাণে কলকারখানা থাকায়, সেখানকার বাতাস বেশি পরিমাণে দূষিত। কিন্তু এদিকে আমেরিকায় সেভাবে কলকারখানা নেই। আমেরিকার বাতাসও এই দেশগুলোর তুলনায় কম দূষিত। কিন্তু পরিবেশ রক্ষার বিষয়ে কেন আমেরিকাকেই বেশি জোর দিতে বলা হচ্ছে!

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর