বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে প্রতিটি ক্ষেত্রেই প্রভাব বিস্তার করছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তথা AI (Artificial Intelligence)। এমতাবস্থায়, আমাদের দেশেও এর বহুল ব্যবহার পরিলক্ষিত হচ্ছে। ঠিক এই আবহেই ভারতে AI প্ল্যাটফর্ম নিয়ে আসার প্রস্তুতি চলছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা IndiaAI মিশনের অনুমোদন দিয়েছে। এই মিশনের মূল উদ্দেশ্য হল AI এবং AI ওয়ার্ক ফর ইন্ডিয়াকে এগিয়ে নিয়ে যাওয়া।
AI (Artificial Intelligence) নিয়ে বড় পরিকল্পনা:
এই সমগ্র মিশনে বিভিন্ন ধাপ রাখা হয়েছে। যেটি ৭ টি প্রধান পর্যায়ে বিভক্ত। যেই তালিকায় সবথেকে এগিয়ে রয়েছে ক্লাউড সার্ভিস প্রোভাইডাররা। পাশাপাশি, Jio-ও এই দৌড়ে সামিল রয়েছে। অন্যদিকে, Amazon Web Services (AWS) এবং জাপানের NTT-ও উপস্থিত রয়েছে।
এই প্রসঙ্গে MeitY (Ministry of Electronics and IT)-র অ্যাডিশনাল সেক্রেটারি অভিষেক সিং বলেছেন, “আমরা এই ইন্ডাস্ট্রি থেকে খুব ভালো সাড়া পেয়েছি। ট্রেনিং মডেলের চেয়ে ইন্টারফেসিংয়ের চাহিদা বেশি। ৩০ টিরও বেশি কোম্পানির কাছ থেকে প্রস্তাব চাওয়া হয়েছে। ডেটা সেন্টার প্লেয়ার, হাইপার স্কেলার-গ্লোবাল এবং ভারতীয়রাও এতে জড়িত।” তবে এই বিষয়ে এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি। যদিও, সামগ্রিক বিষয় থেকে একটা বিষয় স্পষ্ট হয়ে গিয়েছে যে, সরকার এই মিশনে দ্রুত কাজ করছে।
আরও পড়ুন: ভূস্বর্গে আর নয় আতঙ্ক! এবার ঘুম উড়বে সন্ত্রাসবাদীদের, নেওয়া হল কড়া অ্যাকশন
সরকার AI মিশন অনুমোদন করতে পারে: অভিষেক সিং আরও বলেছেন, কোম্পানির তালিকায় Jio-কেও দেখা যাচ্ছে। এছাড়া AWS, NTT এবং Yotta-কেও দেখা গিয়েছে। এই মিশনের জন্য সরকার কর্তৃক ১০,৩৭১.৯২ কোটি টাকার বাজেট বরাদ্দ করা হয়েছে। সরকার চায় যত দ্রুত সম্ভব মিশন শেষ হোক। ET-র রিপোর্ট অনুসারে, এই মিশনের কাজ শেষ পর্যায়ে পৌঁছেছে এবং চলতি বছরের শেষ নাগাদ খুব শীঘ্রই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এর ফলে AI Commute (Artificial Intelligence)-এর মাধ্যমে সবাই উপকৃত হতে পারবেন।
আরও পড়ুন: দিল্লি ক্যাপিটালসের সাথে বিচ্ছেদ! ইনস্টাগ্রামে বিশেষ বার্তা দিলেন পন্থ, অনুরাগীরা হলেন অবাক
সরকারি কাজেও দেখা যাবে AI-এর ব্যবহার: এদিকে এই মিশনটির মাধ্যমে শীঘ্রই সরকারি সিস্টেমকেও আপগ্রেড করা যাবে। সামগ্রিকভাবে এর সাহায্যে একাধিক কাজ সহজে করা যায়। এদিকে, AI (Artificial Intelligence) ইস্যুতে Jio অনেকটাই এগিয়ে রয়েছে বলে অনুমান করা হচ্ছে। কারণ আকাশ আম্বানি নিজেই এই প্রকল্পে কাজ করছেন। তাঁর তরফে এই এই পুরো সিস্টেমকে আপগ্রেড করার কথা ভাবা হচ্ছে। কিছুদিন আগে তিনি এই সংক্রান্ত ঘোষণা করেছিলেন। পাশাপাশি, মুকেশ আম্বানিও এই প্রকল্পে আগ্রহী বলে অনুমান করা হচ্ছে।