মেলবোর্ন টেস্টে টিম ইন্ডিয়ার এই ৩ খেলোয়াড়ের জন্যই লজ্জার হার ভারতের! রেগে লাল অনুরাগীরা

বাংলা হান্ট ডেস্ক: মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলা বক্সিং ডে টেস্টে ভারত (Team India) শোচনীয় পরাজয়ের সম্মুখীন হয়েছে। পঞ্চম দিনে টিম ইন্ডিয়ার কাছে ৩৪০ রানের টার্গেট ছিল। কিন্তু অস্ট্রেলিয়া ম্যাচটি ১৮৪ রানে জিতেছে এবং এই সিরিজে ২-১ ব্যবধানে এগিয়েও গিয়েছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এই জয়ের মাধ্যমে অস্ট্রেলিয়া এটাও নিশ্চিত করেছে যে বর্ডার-গাভাস্কার ট্রফিতে তারা পরাজিত হবে না। মেলবোর্নে খেলা এই টেস্ট ম্যাচে, অস্ট্রেলিয়া তার প্রথম ইনিংসে ৪৭৪ রান করেছিল। যার জবাবে টিম ইন্ডিয়া ৩৭৯ রান করে। এমতাবস্থায়, ১০৫ রানে পিছিয়ে ছিল রোহিত বাহিনী। এরপর দ্বিতীয় ইনিংসে ২৩৪ রান করে অস্ট্রেলিয়া। “টার্গেট” তাড়া করতে গিয়ে ভারতীয় দল তার দ্বিতীয় ইনিংসে মাত্র ১৫৫ রান করতে সক্ষম হয়।

মেলবোর্ন টেস্টে লজ্জার হার ভারতের (Team India):

এদিকে, মেলবোর্নে ভারতীয় দলের (Team India) এমন শোচনীয় পরাজয়ে স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ হয়েছেন ভারতের ক্রিকেট অনুরাগীরা। মেলবোর্ন টেস্টে হারের পেছনে একাধিক খেলোয়াড়ের খারাপ পারফরম্যান্স আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে আজ আমরা এমন ৩ জন ভারতীয় খেলোয়াড়ের প্রসঙ্গ উপস্থাপিত করব যাঁরা এই টেস্ট ম্যাচে পরাজয়ের ক্ষেত্রে সবথেকে বেশি দায়ী বলে বিবেচিত হচ্ছেন।

১. যশস্বী জয়সওয়াল: প্রথমেই জানিয়ে রাখি যে, যশস্বী জয়সওয়ালকে মেলবোর্ন টেস্টে ম্যাচে পরাজয়ের পেছনে সবথেকে বড় কারণ হিসেবে মনে করা হচ্ছে। অনেকেই ভাবতে পারেন যে, দুই ইনিংসেই হাফ-সেঞ্চুরি করা একজন ব্যাটার কিভাবে সমালোচিত হতে পারেন? কিন্তু এর প্রধান কারণ হল গোটা ম্যাচ জুড়ে তাঁর দুর্বল ফিল্ডিং। জয়সওয়াল অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে তিনটি ক্যাচ ফেলেছিলেন। যার মধ্যে মার্নাস লাবুশানে এবং ক্যাপ্টেন প্যাট কামিন্সের ক্যাচ সামিল ছিল। তাঁরা দু’জনেই এই ক্যাচ মিসকে ভালোভাবে কাজে লাগিয়ে দলের জন্য গুরুত্বপূর্ণ রান করেন। অর্থাৎ, জয়সওয়াল ক্যাচ না ফেললে হয়তো ভারতকে (Team India) এত বড় টার্গেট তাড়া করতে হতো না এবং জয়ের সম্ভাবনাও বেশি থাকত।

আরও পড়ুন: চিনে ২০০-রও বেশি জেল বানাচ্ছেন জিনপিং! আমেরিকার সংবাদমাধ্যম তথ্য সামনে আনতেই শুরু হইচই

২. ঋষভ পন্থ: অস্ট্রেলিয়া সফরে ঋষভ পন্থ এখনও পর্যন্ত তাঁর ব্যাট দিয়ে হতাশ করেছেন এবং তিনি একটি হাফ-সেঞ্চুরিও করতে পারেননি। পন্থের সেট হয়ে আউট হওয়ার প্রবণতা এই সিরিজে অব্যাহত রয়েছে এবং এটি মেলবোর্নেও দেখা গেছে। এই ম্যাচে দুই ইনিংসেই দায়িত্বজ্ঞানহীন শট খেলে আউট হন তিনি। প্রথম ইনিংসে, পন্থ যখন ২৮ রান করার পরে খেলছিলেন, তখন তিনি স্কট বোল্যান্ডের বিরুদ্ধে একটি ল্যাপ শট মারার চেষ্টা করেছিলেন এবং সেখানেই তাঁর উইকেট হারান। দ্বিতীয় ইনিংসে, ট্র্যাভিস হেডের বিরুদ্ধে একটি বড় শট খেলতে গিয়ে ক্যাচ আউট হয়ে যান তিনি। সেইসময় তাঁর ব্যাট থেকে আসে ৩০ রান। এমতাবস্থায়, দুই ইনিংসেই ভুল সময়ে আউট হয়ে ভারতকে (Team India) সমস্যায় ফেলে দেন পন্থ।

আরও পড়ুন: “কিছুজনের আমার ওপর বিশ্বাস ছিল না….”, দুর্ধর্ষ সেঞ্চুরির পরেই সমালোচকদের কড়া জবাব দিলেন নীতীশ

৩. রোহিত শর্মা: এদিকে, এই তালিকায় নাম রয়েছে ভারতের (Team India) অধিনায়ক রোহিত শর্মারও। তাঁর খারাপ ব্যাটিয়ের পাশাপাশি অধিনায়কত্বকে ঘিরেও প্রশ্ন উঠেছে। সামগ্রিকভাবে, মেলবোর্ন টেস্টের দুই ইনিংসে ব্যাট হাতে মাত্র ১২ রান করেছিলেন রোহিত। অপরদিকে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে প্রধান ব্যাটাররা আউট হয়ে গেলেও রোহিত মাঠে অ্যাটাকিং ফিল্ড না সাজিয়ে সহজে রান করার সুযোগ দিয়েছিলেন। রোহিত যদি আক্রমণাত্মক ভঙ্গিতে তাড়াতাড়ি উইকেট নেওয়ার চেষ্টা করতেন, তাহলে হয়তো ম্যাচের চিত্রটা আলাদা হতে পারতো।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর