বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে এগিয়ে থেকেও হারতে হল ভারতীয় ফুটবল দলকে। এমন হার মানা কঠিন বললেন সুনীল ছেত্রী।

গতকাল কাতার বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের জন্য ওমানের বিরুদ্ধে ভারতের ছিল প্রথম ম্যাচ। ম্যাচ শুরু হওয়ার 24 মিনিটের মধ্যেই ভারতীয় অধিনায়ক ছেত্রীর গোলে এগিয়ে যায় ভারতীয় ফুটবল টিম। কিন্তু শেষ পর্যন্ত সেই লিড ধরে রাখতে পারেনি ভারতীয় ফুটবল দল। ম্যাচ শেষ হওয়ার ঠিক কয়েক মিনিট আগে প্রথম গোল করেন ওমান ফুটবল দল আর তার কয়েক মিনিট পরেই দ্বিতীয় গোল করে ভারতের জয়ের স্বপ্ন ভঙ্গ করে দেয় ওমান ফুটবল দল। আর এই হারের পর ওমানের বিরুদ্ধে হারের ধারা বজায় রাখলেন ফুটবল টিম। সেই সাথে যোগ্যতা অর্জন পর্বের প্রথম ম্যাচেই হারতে হল সুনীল ছেত্রীদের।

ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারতীয় ফুটবল অধিনায়ক সুনীল ছেত্রী বলেন যে এই ম্যাচের 81 মিনিট পর্যন্ত এগিয়েছিল ভারতীয় দল। কিন্তু শেষ মুহূর্তে এসে পরপর দু’টি গোল হজম করতে হলো আমাদের আর তার ফলে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের প্রথম ম্যাচে ওমানের কাছে হার স্বীকার করতে হলো। সেই সাথে তিনি এটাও বলেন এইরকম হার কিছুতেই মেনে নেওয়া যায় না, কারণ প্রায় জয়ের কাছাকাছি চলে গিয়েছিলাম আমরা। সেই সাথে উনি দলের বাকি প্লেয়ারদের প্রশংসায় ভরিয়ে দিয়েছেন উনি বলেছেন আমাদের প্রত্যেকটা ছেলে দুর্দান্ত খেলেছে কিন্তু দ্বিতীয়ার্ধে বলের পজিশন রাখতে ব্যর্থ হয়েছি আমরা, মূলত সেটাই দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দেয়।

778838 14afp afp1c842o

ভারতীয় ফুটবল দলের কোচ ইগর স্তিমাচ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন যে রোজ রোজ সকলের দিন ভালো যায় না, আমরা অবশ্যই ভালো খেলেছিলাম কারণ ওমানের মত একটা অভিজ্ঞ দলের থেকে 82 মিনিট পর্যন্ত এগিয়ে ছিলাম। এছাড়াও তিনি বলেন যে আমাদের মূল দুইজন ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান ও আশিক কুরিয়ান ফিট ছিল না, নাহলে হয়তো ম্যাচের রেজাল্ট আলাদা হতে পারত। এছাড়া তিনি বলেন যে আমি আমার দলের প্রত্যেক ফুটবলরের খেলায় খুশি হয়েছি এবং আমরা যথেষ্ট ভালো খেলেছি তাই গোটা দেশ হয়তো আজ আমাদের খেলা দেখে গর্বিত বোধ করছেন।

এছাড়াও কোচ ইগর স্তিমাচ বলেন কাতারের বিরুদ্ধে পাঁচ দিন পরে আমাদের ম্যাচ রয়েছে। সেই ম্যাচটি আমাদের কাতারে গিয়ে খেলতে হবে তাই ম্যাচের পরিস্থিতি যতই কঠিন হোক না কেন আমরা নিজেদের সেরাটা দিয়ে খেলবো এবং আজকে যে ভুলের জন্য আমাদের তিন পয়েন্ট নষ্ট হলো সেই ভুলগুলো শুধরে নিয়ে পরের ম্যাচে জয়ের জন্য খেলতে নামবো।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর