কাজে এল ভারতের ঔষুধ কূটনীতি, কাশ্মীর ইস্যুতে ভারত বিরোধীরাও পাল্টে নিল দাবি

কূটনৈতিক বিষয় নিয়ে প্রথম থেকেই নানা সমস্যা দেখা গেছে কিন্তু এবার অন্য আভাস মিলেছে। ব্রিটেনে ক্ষমতাসীন রক্ষনশীল পার্টি কাশ্মীর ইস্যুতে ভারতকে সমর্থন করলেও , কিন্তু বিরোধী লেবার পার্টি এই ইস্যুতে পাকিস্তানকে সমর্থন করেছে। ভারত করোনা পরিস্থিতি সামাল দেওয়ার জন্যে এর মধ্যে অনেক দেশকে হাইড্রোক্সিক্লোরোকুইনিন সরবরাহ করেছে। তবে এতো কিছুর পরেও কাশ্মীর বা ভারতের কোনও সাংবিধানিক ইস্যুতে হস্তক্ষেপ করবেন না বলে জানিয়েছে বিরোধী লেবার পার্টির নবনিযুক্ত নেতা কায়ার স্টর্মার।

স্টারমার স্পষ্টভাবে জানিয়ে দেন যে ভারতে যে কোনও সাংবিধানিক ইস্যু ভারতীয় সংসদের আওতায় আসে এবং কাশ্মীর হ’ল ইন্দো-পাক দ্বিপক্ষীয় ইস্যু। তিনি আরো বলেন, ” সাম্প্রতিক সপ্তাহগুলিতে আমরা দেখেছি ভারত ও ব্রিটেনের মধ্যে সম্পর্ক কতটা গুরুত্বপূর্ণ। ভারত কঠিন সময়ে আমাদের প্রয়োজনীয় প্রয়োজনীয় প্যারাসিটামল দিয়েছে।”ব্রিটেনে ভারতীয় সম্প্রদায়ের আধিপত্য বৃদ্ধি পাচ্ছে।  আর এই অবস্থায় সব শান্তিপূর্ণ ভাবে মেটাতে চান কায়ার স্টর্মার। তিনি নিজেও চান না এই এই অশান্তি চলুক।

কায়ার স্টর্মার আরও বলেছিলেন যে তিনি নিশ্চিত করবেন যে তাঁর নেতৃত্বে লেবার পার্টি ব্রিটিশ জনগণকে বিভক্ত করার জন্য আর কোনোরকম চেষ্টা করবে না। আর এরপরেভারতীয় হাই কমিশনারের সাথে দেখা করার পর তিনি দু’দেশের মধ্যে কাশ্মীর ইস্যু শান্তিপূর্ণভাবে সমাধান করার কথা বলতে চেয়ে ছিলেন। তবে

IMG 20200502 WA0017

লেবার পার্টির এই কৌশলগত মনোভাবকে সেখানকার ভারতীয় সম্প্রদায়ের রাজনীতিতে ক্রমবর্ধমান প্রভাব হিসাবে দেখা হচ্ছে। লেবার পার্টি নাকি আবার ভারতীয় সম্প্রদায়ের বিরোধী। স্টর্মার বলেছিলেন, “ব্রিটিশ এবং লেবার পার্টিতে ভারতীয় বংশোদ্ভূত ব্রিটেনরা অনেক অবদান রাখে। এই সম্প্রদায়ের আস্থা ফিরিয়ে আনতে আমি লেবার ফ্রেন্ডস অফ ইন্ডিয়া’ (এলএফআইএন) এর সাথে নিবিড়ভাবে কাজ করার প্রতিশ্রুতিবদ্ধ। “

সম্পর্কিত খবর