নিউজিল্যান্ডের পেস সহায়ক পিচে কেমন হতে চলেছে ভারতের প্রথম একাদশ? দেখে নিন সম্ভাব্য একাদশ।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে পিছিয়ে পড়েও দুর্দান্ত ভাবে কামব্যাক করেছিল ভারতীয় দল। এর ফলে সিরিজে পিছিয়ে থেকেও পরপর দুটি ম্যাচ জিতে সিরিজ জিতে নেয় বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দল। আর এবার বিরাটদের সামনে পরীক্ষা নিউজিল্যান্ড সফর। আগামীকাল থেকে শুরু হতে চলেছে ভারত বনাম নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পুরো ভারতীয় দল দুর্দান্ত পারফরম্যান্স করলেও এবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত কেমন পারফরম্যান্স করে সেই দিকেই তাকিয়ে ক্রিকেট বিশ্ব। কারণ ঘরের মাঠে পিছিয়ে থেকেও যেভাবে সিরিজ জিতে নিয়েছে ভারতীয় দল তাতে বেশ প্রশংসা পেয়েছে বিরাট কোহলির অধিনায়কত্ব, আর সেই কারণেই এবার সকলে তাকিয়ে রয়েছে ভারতের এই নিউজিল্যান্ড সিরিজের দিকে।

34163393ffb09e72f13d3cbf99c5070a25fe30e0

নিউজিল্যান্ডের পিচ সাধারণত পেস সহায়ক হয়, আর সেই কারণেই মনে করা হচ্ছে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ভারতীয় টিম ম্যানেজমেন্ট তিন পেসার নিয়ে মাঠে নামতে চলেছে। এক নজরে দেখে নেওয়া যাক আগামীকাল টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ভারতের সম্ভাব্য প্রথম একাদশ:
বিরাট কোহলি(অধিনায়ক), রোহিত শর্মা, কে এল রাহুল, শ্রেয়স আইয়ার, মনীশ পাণ্ডে, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, মহম্মদ সামি, নবদীপ সাইনি, কুলদীপ যাদব, জাসস্প্রীত বুমরাহ।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর