বড় খবর: ভারতে এক শৃঙ্গ বিশিষ্ট গন্ডারের সংখ্যা বৃদ্ধি পেল ৩৫ গুন

ভারতে এক শৃঙ্গ বিশিষ্ট গন্ডারের সংখ্যা ইতিমধ্যেই অনেক বেড়ে গেছে। য়ার তা আমাদের কাছে সুখবর।  ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার – ইন্ডিয়াজানিয়েছে, ১৯০৫ সালে সবে ২২০০ টির বেশি ভারতীয় গণ্ডার (গণ্ডার ইউনিকর্নিস) ছিল। আর  সেই সংখ্যা বেড়ে এখন ৩৬০০ হয়ে গেছে। ১৯০৫ সাল থেকে  ২০২০ সালের মধ্যে তা অনেক বেড়ে গেছে, তাও আবার অনেক তাড়াতাড়ি।

বৃহত্তর এক-শৃঙ্গযুক্ত বা ভারতীয়, গণ্ডাররা একবার পাকিস্তান থেকে ইন্দো-বার্মিজ সীমান্তে এবং নেপাল, বাংলাদেশ এবং ভুটানের কিছু অংশে ঘুরে বেড়াত।ভারতীয় এবং নেপালি কর্তৃপক্ষ কর্তৃক কার্যকর কঠোর সুরক্ষার জন্য, জনসংখ্যা আজ ৩,৬০০ এরও বেশি হয়ে গেছে। আগে এই পরিমান কম ছিলো WhatsApp Image 2020 03 13 at 14.31.46আর এখন গন্ডারের সঙ্খ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ডাব্লুডাব্লুএফ-ভারতের তথ্য অনুসারে, জানিয়েছে ২০১২ সালে, “ভারতীয় গন্ডার ৯১ শতাংশেরও বেশি আসামে বাস করত। আসামের মধ্যে,  বন্যপ্রাণী অভয়ারণ্যের কয়েকটি সহ গণ্ডারগুলি কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের মধ্যে কেন্দ্রীভূত হয়েছে।” কাজীরাঙ্গা আসামের ৯১ শতাংশ গন্ডার আবাসস্থল।  তবে কিছুদিন আগে থেকে এই খবর আসার ফলে জীব বিচিত্র যে বদলে গেছে তা বুঝতে সুবিধা হয়েছে।

গণ্ডারগুলি প্রধানত কাজিরঙ্গায় কেন্দ্রীভূত হওয়ার সাথে সাথে এর কিছুটা ঝুঁকিও রয়েছে  তবে এই পার্কে বেশ কয়েকটা সমস্যাও আছে। আর পাশাপাশি   রোগের প্রাদুর্ভাব, প্রাকৃতিক দুর্যোগ বা অন্যান্য তীব্র হুমকির দ্বারা এখানে নানা রকম সমস্যা দেখা দিতে পারে। আর এর কারনে গন্ডারের নানা ক্ষতি হতে পারে। আর এই কথা মাথায় রেখে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে ।

 

 

সম্পর্কিত খবর