ভারতের Rupay ডেবিট কার্ড এবার শীঘ্রই চালু হবে এই দেশে! স্বাক্ষরিত হল ঐতিহাসিক মৌ

বাংলা হান্ট ডেস্ক: এবার ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (National Payments Corporation of India, NPCI) এবং সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ওমান (Central Bank of Oman, CBO) গত মঙ্গলবার ওমানে Rupay ডেবিট কার্ড (Rupay Debit Card) চালু করার লক্ষ্যে একটি যুগান্তকারী মৌ স্বাক্ষর করেছে।

এমতাবস্থায়, দুই দেশের মধ্যে সম্পন্ন হওয়া এই চুক্তি আর্থিক সংযোগের ক্ষেত্রে একটি নতুন যুগের সূচনা করবে বলে মনে করা হচ্ছে। খবর অনুযায়ী ভারতের বিদেশ প্রতিমন্ত্রী ভি মুরালিধরনের (V. Muraleedharan) উপস্থিতিতে এই মৌ স্বাক্ষরিত হয়। পাশাপাশি, মুরালিধরন ওমানের সেন্ট্রাল ব্যাঙ্কের কার্যনির্বাহী চেয়ারম্যান তাহির আল আমরির সঙ্গেও দেখা করেন। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার করতে দুই দিনের সফরে গত সোমবার ওমানের রাজধানী মাস্কাটে পৌঁছেছেন বিদেশ প্রতিমন্ত্রী মুরালিধরন।

মৌ স্বাক্ষরের ঘটনাকে একটি মাইলফলক হিসেবে বর্ণনা করেছেন বিদেশ প্রতিমন্ত্রী: এমতাবস্থায়, এই দুই দেশের মধ্যে মৌ স্বাক্ষরের বিষয়টিকে দ্বিপাক্ষিক সম্পর্কের একটি নতুন মাইলফলক হিসাবে বর্ণনা করে, বিদেশ প্রতিমন্ত্রী ভি মুরালিধরন একটি টুইট করেছেন। যেখানে তিনি বলেছেন, “ওমানের কেন্দ্রীয় ব্যাঙ্কের কার্যনির্বাহী চেয়ারম্যান এইচ ই তাহির আল আমরির সাথে দেখা করে আমি আনন্দিত। ওমানে RuPay ডেবিট কার্ড চালু করার জন্য CBO এবং NPCI-এর মধ্যে মাইলফলক সৃষ্টিকারী মৌ স্বাক্ষরিত হয়েছে। যা আর্থিক সংযোগের একটি নতুন যুগের পথকে প্রশস্ত করেছে।”

ওমানের কর্মকর্তাদের নীতিগত উদ্যোগ সম্পর্কে অবহিত করেন: প্রাপ্ত খবর অনুযায়ী, মুরালীধরন এর আগে ওমান ইনভেস্টমেন্ট অথরিটিতে গিয়েছিলেন। সেখানে তিনি ওমান ইনভেস্টমেন্ট অথরিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল সালাম আল মুর্শিদির সঙ্গে দেখা করেন। পাশাপাশি, তিনি ওমানের আধিকারিকদের পরিকাঠামোগত এবং শক্তি ক্ষেত্রে বিপুল বিনিয়োগের সুযোগ এবং ভারতে উন্নতির লক্ষ্যে নেওয়া একাধিক নীতিগত উদ্যোগ সম্পর্কে অবহিত করেন।

Rupay Debit Card,Oman,India,International,Debit Card,Central Bank of Oman,CBO,National Payments Corporation of India,NPCI,V. Muraleedharan,Money,Indian Rupees,Rupay

ওমানের বিদেশমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা: ভারতের বিদেশ প্রতিমন্ত্রী মুরালিধরন ওমানের বিদেশমন্ত্রী সৈয়দ বদর আলবুসাইদির সাথে একটি বৈঠক করেন। যেখানে তিনি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে বিস্তারিত পর্যালোচনা করেন বলে জানা গিয়েছে। এছাড়াও, তিনি তাঁর সফরকালে মাস্কাট এবং ওমানের সুন্দর ও প্রাচীন কৃষ্ণ মন্দিরও পরিদর্শন করেন। পাশাপাশি, ওমানে বসবাসকারী ভারতীয়দের জন্য সেখানে প্রার্থনাও করেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর