চীনকে ঘেরার জন্য রাফাল আনছে ইন্দোনেশিয়া, দারুন চাপে জিনপিং সরকার

বাংলাহান্ট ডেস্কঃ ভারত এবং ফ্রান্সের (france) মধ্যে শক্তিশালী যুদ্ধবিমান রাফালের চুক্তি স্বাক্ষরিত হওয়ায়, ঝাল লেগেছিল পাকিস্তানের। কিন্তু এবার ফ্রান্স এবং ইন্দোনেশিয়ার (Indonesia) মধ্যে রাফাল চুক্তি নিয়ে আলোচনা হতেই কালঘাম ছুটতে শুরু করেছে চীনের (china)। এবার ভূমাফিয়া চীনকে জোর ঝটকা দিতে চলেছে প্রতিবেশি দেশ ইন্দোনেশিয়া। ফ্রান্সের সঙ্গে ইন্দোনেশিয়ার রাফালের চুক্তির বিষয়ে ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রী নিজেই সকলকে জানিয়েছেন।

প্রতিবেশি দেশের উপর অত্যাচারের দিন শেষ হতে চলেছে চীন সম্রাট জিনপিং-এর। চীনের আঘাতের পাল্টা প্রতিঘাত দিতে প্রস্তুত হচ্ছে সমস্ত প্রতিবেশি দেশই। প্রতিবেশি ছোট দেশ হোক কিংবা বড় দেশ, সকলেই চীনের অন্যায়ের যোগ্য জবাব দিতে নিজের সেনাশক্তি বাড়িয়ে তুলছে। নিজেদের দিন শেষ হওয়ার ভয় পাচ্ছেন জিনপিং।

image 152049 1551876911

চীনের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে প্রতিবেশি দেশ ইন্দোনেশিয়া, ভারতের মত করেই ফ্রান্স থেকে রাফাল কেনার বিষয়ে চুক্তিবদ্ধ হতে চলেছে। ফ্রান্সের লট্রিবিউন্যাল ফাইনেনশিয়াল ওয়েবসাইট থেকে এই চুক্তির বিষয়ে জানানো হয়। তবে সেখানে ৩৬ নয় ৪৮ টি রাফালের বিষয়ে লেখা ছিল। সেইসঙ্গে লেখা ছিল, ফ্রান্সের সঙ্গে রাফাল চুক্তির বিষয়ে জাকার্তা ব্যাবসায়িক সম্পর্ক বৃদ্ধির সর্বাত্মক পরিণতি দিতে চাইছে। চলতি বছর শেষের দিকে এই চুক্তি নিয়ে সিদ্ধান্তে উপনীত হওয়ার কথাও বলা হয়েছিল।

ফ্রান্স এবং ইন্দোনেশিয়ার মধ্যে সম্প্রতি এই সুরক্ষা সংক্রান্ত বিষয়ে আমদানির চুক্তি করা হয়েছে। এর আগে ২০১৯ সালে ইন্দোনেশিয়ার এয়ারফোর্সের জন্য ৮ টি বাস হেলিকপ্টারের বিষয়ে চুক্তি হয়েছিল।

1 129 1

অন্যদিকে ভূমাফিয়া চীনের সঙ্গে দক্ষিণ চীন সাগরে নাতুনা দ্বীপ নিয়ে ইন্দোনেশিয়ার সঙ্গে ঝামেলা বহুদিনের। গত সেপ্টেম্বরেই নিজেদের জলসীমায় ঢুকে পড়া চীনা যুদ্ধজাহাজকে উচিত শিক্ষা দিয়েছিল ইন্দোনেশিয়া। কিন্তু তারপর চীন পাল্টা আঘাত দেওয়ার জন্য এগিয়ে গেলে, ইন্দোনেশিয়াও সীমান্ত অঞ্চলে নিজের সেনাবল মজবুত করতে থাকে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর