ভিডিওঃ শহীদের পরিবারের জন্য যুবকেরা বানিয়ে দিলেন বাড়ি, নিজেদের হাতের উপর হাঁটিয়ে নতুন ঘরে প্রবেশ করালেন শহীদের স্ত্রীকে

বাংলা হান্ট ডেস্কঃ মধ্যপ্রদেশের ইন্দোরে এক বলিদানি পরিবারের জন্য এলাকার যুবক সম্প্রদায় মানবতার নিদর্শন গড়ল। তাঁদের এই কাজের ফলে গোটা দেশ জুড়ে প্রশংসা হচ্ছে। প্রসঙ্গত, মধ্যপ্রদেশের বেটমা গ্রামের যুবকেরা ২৭ বছর আগে বীরগতি প্রাপ্ত হওয়া জওয়ানের কাঁচা বাড়ির বদলে পাকা বাড়ি বানিয়ে দেয়। শুধু তাই নয়, তাঁরা গৃহপ্রবেশের রাস্তায় নিজেদের হাত পেতে দিয়ে শহীদ জওয়ানের স্ত্রীকে স্বাগত জানায়। সোশ্যাল মিডিয়ায় এই যুবকদের অসাধারণ কাজের ভিডিও ভাইরাল হয়েছে।

untitled 15 copy 23 0

ভিডিওতে আপনি দেখতে পাবেন, শহীদ জওয়ানের স্ত্রী ওই যুবকদের হাতের উপর পা রেখে নতুন ঘরে প্রবেশ করছেন। ২১ সেকেন্ডের এই ভিডিও ভাইরাল হওয়ার পরেই দেশের মানুষ ওই যুবকদের প্রশংসায় পঞ্চমুখ হয়ে পড়েন। এর আগেও আমরা এরকমই এক ভিডিও দেখিয়েছিলাম, যেখানে শহীদ জওয়ানের বোনের বিয়ে দেন সতীর্থ জওয়ানেরা। এবং সেই বোনকে ‘বিদায়” দেওয়ার সময় জওয়ানেরা তাঁদের হাত রাস্তায় পেতে দেন।

উল্লেখ্য, ২৭ বছর আগে বেটমা গ্রামের বাসিন্দা মোহন সিং সুনের যিনি BSF এর জওয়ান ছিলেন, তিনি অসমে পোস্টিং এর সময় ১৯৯২ সালে শহীদ হন। এরপর থেকেই শহীদ মোহন সিং এর পরিবার ঝুপড়ির মধ্যে জীবন যাপন করে। তাঁদের এই পরিস্থিতি দেখে, গ্রামের যুবকেরা শহীদ পরিবারের জন্য পাকা বাড়ি বানিয়ে দেয়।

এলাকার যুবকেরা শহীদ পরিবারের জন্য পাকা বাড়ি বানাতে ‘ওয়ান চেক – ওয়ান সাইন” নামের একটি অভিজান চালায়। এই অভিযানে ওই যুবকেরা ১১ লক্ষ টাকা সংগ্রহ করে। ১১ লক্ষ টাকার মধ্যে ১০ লক্ষ টাকা দিয়ে শহীদ পরিবারের জন্য বাড়ি বানানো হয়। আর এক লক্ষ টাকা দিয়ে শহীদ মোহন সিং এর জন্য একটি প্রতিমা গড়া হয়ে। ৭৩ তম স্বাধীনতা দিবসের শুভ অবসরে এলাকার যুবকেরা শহীদ মোহন সিং এর মূর্তি উন্মোচন করে তাঁর পরিবারের হাতে নতুন ঘরের চাবি তুলে দেয়।


Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর