নববর্ষের আগেই অনন‍্য সম্মান, ইন্দ্রাণী হালদারের নামে প্রকাশিত হল ডাকটিকিট

বাংলাহান্ট ডেস্ক: সিরিয়াল, সিনেমার দাপুটে অভিনেত্রী ইন্দ্রাণী হালদার (Indrani Halder)। বাংলা সিনে ইন্ডাস্ট্রির অন‍্যতম পুরনো এবং অভিজ্ঞ সদস‍্যদের মধ‍্যে একজন। অভিনয় দক্ষতায় ভর করে অনেকদিন আগেই বলিউডেও কাজ করে এসেছেন তিনি। শোনা যাচ্ছিল, সম্ভবত আবারো স্টার জলসা থেকে জি বাংলায় ফিরবেন ইন্দ্রাণী। তার আগেই এল সুখবর।

   

ডাকটিকিট প্রকাশিত হল অভিনেত্রীর নামে। আজকের দিন ফুরোলেই কাল বাংলা নববর্ষ। তার আগে সাতজন খ‍্যাতনামা বাঙালি ব‍্যক্তিত্বের নামে ডাকটিকিট প্রকাশিত হয়েছে ভারতীয় ডাক বিভাগের তরফে। বিশেষ অনুষ্ঠানটির নাম দেওয়া হয়েছে ‘সপ্তপর্ণী’। সাত কৃতী বাঙালির তালিকায় রয়েছেন রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, পি সি সরকার, শোভনদেব চট্টোপাধ‍্যায়, পণ্ডিত সম্বরণ বন্দ‍্যোপাধ‍্যায়, ইন্দ্রাণী হালদার এবং সত‍্যম রায়চৌধুরী।

বাংলা নববর্ষের আগেই অনন‍্য সম্মান। পাঁচ টাকার ডাক টিকিট প্রকাশিত হয়েছে ইন্দ্রাণীর নামে। কয়েক দশক ধরে ছোটপর্দা এবং বড়পর্দায় একসঙ্গে কাজ করেছেন তিনি। সেজন‍্যই সম্মান জানাতে অভিনেত্রীর নামে ডাকটিকিট।

আপ্লুত ইন্দ্রাণী বলেন, এমন সম্মান পাবেন তা তিনি ভাবতেও পারেননি। ছোট থেকেই তাঁর ডাকটিকিট জমানোর নেশা ছিল। অভিনেত্রীর বাবা বিদেশে থাকার জন‍্য প্রচুর ডাকটিকিট জমত তাঁর। এখন আর না জমালেও সেই খাতাটা যত্ন করে রেখে দিয়েছেন ইন্দ্রাণী। আর এখন তাঁর নামেই বেরোলো ডাকটিকিট।

সুখবরটা যখন মাকে জানিয়েছিলেন তখন অবাক হয়ে গিয়েছিলেন তিনি। বিশ্বাসই করতে চাননি প্রথমে। দেশবরেণ‍্য মানুষদের মতো তাঁর মেয়ের নামেও ডাকটিকিট প্রকাশিত হয়েছে, একথা ভাবতেও পারেননি তিনি। ডাকটিকিটটি দেখে আপ্লুত ইন্দ্রাণী সহ তাঁর পরিবারের সকলেই।

বাংলা অভিনয় জগতে অন‍্যতম প্রতিষ্ঠিত একজন অভিনেত্রী হলেন ইন্দ্রাণী হালদার। টলিউডে দীর্ঘদিন ধরে দাপটের সঙ্গে অভিনয় করেছেন তিনি। বড়পর্দার পাশাপাশি ছোটপর্দাতেও একই রকম জনপ্রিয় তিনি। দূরদর্শনে মহিষাসুরমর্দিনী থেকে হাল আমলের শ্রীময়ী, বারে বারে দর্শকদের মন জয় করে নিয়েছেন ইন্দ্রাণী।

একটা সময় বাংলা ছেড়ে হিন্দি ইন্ডাস্ট্রির দিকে পা বাড়িয়েছিলেন ইন্দ্রাণী। মুম্বই গিয়েও বেশ পরিচিতি পেয়েছিলেন তিনি। হিন্দি সিরিয়ালের অন‍্যতম জনপ্রিয় মুখ হয়ে উঠেছিলেন এই বাঙালি অভিনেত্রী। লম্বা একটা সময় পর আবার বাংলা ইন্ডাস্ট্রিতে ফিরেও দ্রুত নিজের স্থান দখল করে নিয়েছেন ইন্দ্রাণী।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর