বাবাসাহেব আম্বেদকর পুরস্কার পেলো ইন্দ্রানী,বাংলার সন্মান আরো একবার তুলে ধরলেন এই বঙ্গনারী

বাংলাহান্ট-বাংলার একটা সময় একাধিক জনপ্রিয় পত্রিকার মুখ্য ভূমিকায় কাজ করেছেন সাংবাদিক ইন্দ্রানী দাশগুপ্ত।তারপর একাধিক স্বেচ্ছাসেবী সংস্থার সাথে তিনি গরীব মানুষের জন্য কাজ করেছে। কখনো ভারতবর্ষে পার্শ্ববর্তী দেশ নেপালে যখন ভূমিকম্প হয়েছে তখন তিনি তাদের পাশে থাকার বার্তা দিয়ে, নেপালে গিয়ে সেখানকার জনজাতির সাথে কাজ করেছে। আবার কখনো সুন্দরবনের প্রত্যন্ত গ্রামে যেখানে আলো পর্যন্ত পৌঁছায়নি মানুষের বাসস্থান হয় না, খাবার জোগান হয় না সেই জায়গায় দাঁড়িয়ে দিনের পর দিন কাজ করেছেন বিশিষ্ট সাংবাদিক ইন্দ্রানী দাশগুপ্ত

। তাঁর এই উদার চেতনাকে স্বীকৃতি জানিয়েছে সমাজের একাধিক সংগঠন। আরো একটা পালক যুক্ত হলো দিল্লির বুকে স্বীকৃতি পেলো ইন্দ্রানী।

আম্বেদকর ফাউন্ডেশনের পক্ষ থেকে দিল্লিতে Social_Justice & Empowerment দপ্তরের। কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠাওয়ালে হাত থেকে বাবাসাহেব আম্বেদকর পুরুস্কার তুলে দেওয়া হয় সাংবাদিক ইন্দ্রাণী দাশগুপ্তকে। এই ব্যাপারে ইন্দ্রানী বলেন আমি সর্বদা মানুষের জন্য কাজ করতে চাই। এছাড়া সমাজকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি কলম ধরবো। ইন্দ্রানী একাধিক গরীব শিশুদের আগামীদিন যাতে মানসিক বিকাশ ঘটাতে পারে তার জন্য উদার মানসিকার বার্তাদেন। ইন্দ্রানীর এই কাজকে সম্মান জানানোর পাশাপাশি তার এই কাজকে এগিয়ে চলার বার্তা দিয়েছেন কেন্দ্রমন্ত্রী।

বাবাসাহেব আম্বেদকর পুরস্কার পাওয়ার পর বাংলার সন্মান দিল্লীর মঞ্চে আরো একবার তুলে ধরলেন এই বঙ্গনারী।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর