মুকেশ আম্বানির পর এগিয়ে এলেন গৌতম আদানি, দিলেন এত কোটি টাকার অনুদান !

বাংলাহান্ট ডেস্কঃ মুকেশ আম্বানি (Mukesh Ambani) ও গৌতম আদানি (Gautam Adani ) এই দুজন শিল্পপতির বিরুদ্ধে বহুবার বহুজনকে বিষ উগরে দিতে দেখা যায়। মূলত শিল্পপতি হওয়ার কারণেই দুজনকে অনেকের রোষের শিকার হতে হয়। তবে এখন দেশের বিপদে জনগণের পাশে দাঁড়াতে এই দুজনেই শক্তি ঝুঁকে দিতে শুরু করেছেন।

করোনা মহামারির এই সময়ে জনতার  পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে নেতা-মন্ত্রী, সেলেব, অভিনেতা থেকে শুরু করে শিল্পপতিরা সবাই। জিন্দালের পর করোনায় দেশের পাশে আদানিরা, দান ‌১০০ কোটি টাকা। করোনা-যুদ্ধে দেশ পাশে পেল আর এক শিল্পপতিকে। জেএসডব্লিউ গ্রুপের পর প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে  ১০০ কোটি টাকা দান করল আদানি ফাউন্ডেশন (Adani Foundation)।

outbreak coronavirus world 1024x506px

আদানি কর্তা গৌতম আদানি (Gautam Adani) তাঁর ট্যুইটার হ্যান্ডেলে এই খবর জানিয়েছেন। তিনি লেখেন, ‘COVID-19-এর যুদ্ধে শামিল হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ত্রাণ তহবিলে ১০০ কোটি টাকা দান করেছে আদানি ফাউন্ডেশন। এরকম একটা সময়ে সরকার ও নাগরিকদের সাহায্যে অতিরিক্ত সাহায্যও প্রদান করবে আদানি গ্রুপ।’

এর আগে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ মুম্বাইয়ে ভারতের প্রথম কোভিড -১৯ হাসপাতাল খোলার পাশাপাশি সংস্থাগুলির মাধ্যমে অভাবগ্রস্থদের জন্য নিখরচায় খাবার এবং সংক্রামিত রোগীদের পরিবহনে জরুরি যানবাহনগুলিকে জ্বালানী সরবরাহ করার পাশাপাশি পাঁচ কোটি টাকার প্রাথমিক অবদান রেখেছিল।

এর আগে, করোনাভাইরাসের কারণে উদ্ভুত সংকটজনক পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১০০ কোটি টাকা দান করে সজ্জন জিন্দালেক JSW গ্রুপ। পাশাপাশি কোম্পানির কিছু ফেসিলিটি সেন্টারকে আইসোলেশন ওয়ার্ড করতেও তারা তৈরি বলে জানিয়েছে। কোম্পানির তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, ‘জেএসডব্লিউ গ্রুপের প্রত্যেক কর্মী PM-CARES তহবিলে ন্যূনতম একদিনের বেতন দান করেছেন। অনেক কর্মীই তার থেকেও বেশি দান করার ইচ্ছেপ্রকাশ করেন।’

corona 5

এই অর্থ স্বাস্থ্য পরিষেবায় নতুন ভেন্টিলেটর ব্যবস্থা আমদানি, পরীক্ষার কিট, মাস্ক, গ্লাভস প্রভুতি প্রয়োজন মেটানোর জন্য তৈরি করা হয়েছে বলে তিনি জানান। জেএসডব্লিউ গ্রুপের চেয়ারম্যান সজ্জন জিন্দাল জানিয়েছেন, ‘আমরা সবসময় পরিস্থিতির দিকে নজর রাখছি। করোনাভাইরাসকে ঠেকাতে সরকারের প্রচেষ্টার সঙ্গে সবসময় পাশে আছে JSW গ্রুপ। সবরকম সাহায্যে আমরা তৈরি।’

সম্পর্কিত খবর