আবর্জনার স্তূপে সদ্যজাতর দেহ, খুবলে খাচ্ছে কাক! খাস কলকাতায় মর্মান্তিক দৃশ্য

বাংলাহান্ট ডেস্ক: তিলোত্তমা কলকাতায় (Kolkata) দেখা গেল এক তীব্র অমানবিক দৃশ্য। আবর্জনার স্তুপ থেকে উদ্ধার হল এক সদ্যোজাতের দেহ। সেই দেহ ছিঁড়ে খাচ্ছে কাকের দল। এই দৃশ্য দেখে রীতিমতো চমকে উঠেছেন এলাকাবাসীও। ঘটনাটি ঘটেছে সরশুনা থানা এলাকার শকুন্তলা পার্কে। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। 

শুক্রবার সকালে পথচলতি মানুষ দেখেন রাস্তার ধারের এক আবর্জনার স্তুপে পড়ে রয়েছে এক সদ্যোজাতের নিথর দেহ। যা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে এক দল কাক। সাতসকালে এমন দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে পড়েন তাঁরা। এলাকার মানুষ বাকি পরিচিতদেরও খবর দেন। সাতসকালে শকুন্তলা পার্কের রাস্তায় ভিড় জমে যায়।  

baby dead body

খাস কলকাতার বেহালায় এমন মর্মান্তিক দৃশ্য দেখে স্বভাবতই চমকে উঠেছেন এলাকার স্থানীয় বাসিন্দারা। ওই সদ্যোজাতের দেহ উদ্ধারের পর সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় পুলিশে। এরপর ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ। তারা এসে ওই সদ্যোজাত শিশুটির নিথর দেহ উদ্ধার করে নিয়ে যায়। কী ভাবে এমন মর্মান্তিক ঘটনা ঘটল, কে বা কারা ওই শিশুটিকে ওই আবর্জনার স্তুপে রেখে গেল, তা নিয়ে উঠছে প্রশ্ন।

স্থানীয় মানুষের দাবি, কেউ বা কারা শিশুটিকে মৃত অবস্থাতেই আবর্জনার স্তুপে ফেলে রেখে যায়। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, সকালে আস্তাকুঁড়ে শিশুটির দেহ দেখতে পাওয়া যায়। সেটি প্লাস্টিকে মোড়ানো অবস্থায় সেখানে পড়ে ছিল। মৃতদেহটি প্লাস্টিক থেকে বের করে এনে ঠুকরে খাওয়ার চেষ্টা করছিল এক দল কাক। তাঁর মতে, কোনও ভাল মানুষ তো এমন কাজ করে যেতে পারে না।

স্থানীয়দের তরফে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সরশুনা থানার পুলিশ। তারপর তারা এসে শিশুটির দেহ উদ্ধার করে নিয়ে যায়। জানা গিয়েছে, শুক্রবার সকাল ১০টা নাগাদ বেহালার সরশুনা থানা এলাকার শুকুন্তলা পার্কের কাছে রাস্তার ধারের একটি আবর্জনার স্তুপে প্লাস্টিকে মোড়ানো অবস্থায় পড়ে ছিল সদ্যোজাতের দেহটি। তবে শিশুটির কোনও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। কে বা কারা তাকে সেখানে ফেলে রেখে গেল, তাও জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। 

Avatar
Subhraroop

সম্পর্কিত খবর