করোনা ভাইরাস ছড়াতে আহ্বান গ্রেফতার ইনফোসিস কর্মী

বাংলাহান্ট ডেস্কঃ   “চলুন আমরা হাত মেলাই। বাইরে যাই ও সবার সামনে হেঁচে দিই। চলুন এই ভাইরাসকে আরও ছড়িয়ে দিই।” এমনই পোস্ট সামাজিক মাধ্যমে করেছিলেন বেঙ্গালুরু ইনফোসিসের এক কর্মী, যা দেখে চোখ কপালে উঠে ছিল কর্ণাটক পুলিশের।অবশেষে তাকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে জানা যাচ্ছে যাচ্ছে 25 বছর বয়স্ক ওই অভিযুক্তের নাম মুজিব মহম্মদ। তাকে ইতিমধ্যেই বহিস্কৃত করেছে সফটওয়্যার কোম্পানি ইনফোসিস।

মুজিবকে বহিস্কৃত করে সামাজিক মাধ্যম টুইটারে ইনফোসিস জানিয়েছে যে, “এই অভিযোগ পাওয়ার পরেই আমরা সব খতিয়ে দেখেছি। ওই কর্মী সোশ্যাল মিডিয়ায় যা লিখেছেন তা সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত। কিন্তু এই ধরনের কথা আমাদের কোম্পানির পলিসি ও নিয়মের বাইরে। আমরা নিশ্চিত, ওই কর্মী সম্পূর্ণ সুস্থ অবস্থাতেই এই পোস্ট করেছেন। এই ধরনের কাজ কোনওভাবেই কোম্পানির তরফে বরদাস্ত করা হবে না। ওই কর্মীকে এই মুহূর্তেই ছাঁটাই করা হল।”
বেঙ্গালুরু ইনফোসিস চলতি মাসেই তাদের এক কর্মী বিদেশ থেকে ফেরার পরে অফিসে আসায় গোটা অফিস খালি করে দিয়েছিল । কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছিল সেই কর্মীকে। দেশজুড়ে ২১ দিনের লকডাউনে সব কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দিয়েছে এই সফটওয়্যার কোম্পানি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুসারে , এখন ১৮২ টি দেশে পাঁচ লক্ষেরও বেশি করোনা ভাইরাস সংক্রমণ রেকর্ড করা হয়েছে, যা ২২,৯২০ জন মারা গেছে। ভারতে আক্রান্তের সংখ্যা 900 এর কাছাকাছি

   

সম্পর্কিত খবর