তিন জন পিঙ্ক বলে আহত হয়ে হাসপাতালে ভর্তি,কলকাতা পুলিশের মিম

বাংলা হান্ট ডেস্ক : হেলমেট ছাড়া বাইক চালিয়ে দুর্ঘটনার মুখে পড়ে মারা গিয়েছেন অনেক বাইক আরোহী। তাই দুর্ঘটনা থেকে বাঁচতে রাজ্য সরকারের বিশেষ উদ্যোগ সেফ ড্রাইভ সেভ লাইফ, অর্থাত্ হেলমেট পরে বাইক চালানো মাস্ট আর কলকাতা পুলিশের তরফ থেকে বার বার এই প্রচার ছাড়ানো হয়েছে যদিও তাতেও প্রশাসনের প্রচারকে তোয়াক্কা না করেই হেলমেট ছাড়া বাইক চালাচ্ছেন অনেক আরোহী এবং প্রাণ হারাচ্ছেন।

তবে এ বার ইডেনে পিঙ্ক বল টেস্ট ভারত বনাম বাংলাদেশ মহাযুদ্ধে ইশান্ত শর্মার বাউন্সারে বাংলাদেশের মোহাম্মদমিঠুনের চোট পাওয়াকে কেন্দ্র করে এ বার কলকাতা পুলিশের সোশ্যাল মিডিয়া পেজ ভরল মিম এ। তাই এবার মিঠুনের আসে পড়ে চোট পাওয়ার ঘটনাকে কলকাতা পুলিশের ফেসবুক পেজে মিম বানিয়ে লেখা হল রাখে হেলমেট মারে কে।

অর্থাত্ এই মিম এবং ক্যাপশনের একমাত্র লক্ষ্য হল সেফ ড্রাইভ সেভ লাইফ র এক প্রকার প্রচার অর্থাত্ হেলমেটের কারণে মোহাম্মদ মিঠুন যে কত বড় দুর্ঘটনা এড়াতে পেরেছে তা বোঝাতেই এই মিম বাড়ানো হয়েছে বলেই মনে করা হচ্ছে। যদিও এই প্রথমবার নয় এর আগে ভারতীয়

ক্রিকেটারদের একটি অন্যতম ইস্যু মানকর কাণ্ড যা নিয়ে কলকাতা পুলিশ মিম বানিয়েছিল, আসলে যেভাবে প্রশাসনের নজর এড়িয়ে বার বার দুর্ঘটনা ঘটছে এবং হেলমেট ছাড়া বাইক চালাচ্ছে তা বোঝাতেই এই উদ্যোগ।

সম্পর্কিত খবর